• নির্বাচনী প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন অধীর, তৃণমূল কর্মীদের ‌সঙ্গে হল ‘‌ধস্তাধস্তি’‌...
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারে ‘‌বাধা’‌ এবং তারপর তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাঁর ‘‌ধস্তাধস্তি’‌ হওয়াকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর শহর। শনিবার সকালে বহরমপুর শহরের নতুন বাজার, গান্ধী কলোনি সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন অধীর চৌধুরী। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক তাঁকে ঘিরে ‘‌গো ব্যাক’‌ স্লোগান দিতে থাকেন এবং এলাকায় নির্বাচনী প্রচারকার্য চালাতে বাধা দেন। সূত্রের খবর, এই ঘটনায় অধীর মেজাজ হারিয়ে ফেলেন এবং দু’‌একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে তিনি ধাক্কা দেন ও তাঁদের মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হতেই এলাকায় পৌঁছয় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। রাস্তায় বসে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। অধীরের অভিযোগ ‘‌তৃণমূলের কিছু মদ্যপ যুবক এদিন আমার নির্বাচনী প্রচারে বাধা দিয়েছে।’‌ তবে কারও গায়ে হাত দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। অধীর চৌধুরীর এই সাফাই মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী। তিনি বলেন, ‘‌নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝে প্রচারে বেরিয়ে মেজাজ হারাচ্ছেন অধীর চৌধুরী।’‌ তাঁর দাবি, ‘‌ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গেছে কীভাবে অধীর চৌধুরী আমাদের কর্মীদের গায়ে হাত দিচ্ছেন। আমরা তাঁর শাস্তি চাই। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। নির্বাচন কমিশন যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না করে তাহলে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।’‌ 
  • Link to this news (আজকাল)