Bengal BJP: লক্ষ্মীর ভাণ্ডার-এর বিপুল 'ক্রেজ', কোন অস্ত্রে তৃণমূলের মহিলা ভোটে থাবা বসাতে চাইছে BJP?
এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
'লক্ষ্মীর ভাণ্ডার' থেকে শুরু করে 'কন্যাশ্রী'-'রূপশ্রী'-র মতো প্রকল্পের উপর ভিত্তি করে লোকসভার ভোটময়দানে মহিলাদের মন জয়ে অনেকটাই এগিয়ে রাজ্যের শাসক দল, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। অন্যদিকে, ‘লাখপতি দিদি’-র মতো যোজনা দিয়ে পিছিয়ে থাকতে নারাজ গেরুয়া শিবিরও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মহিলা ভোট দলের বাক্সে টানতে কোন রাজনৈতিক দল কী কী পদক্ষেপ করছে?আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ভোটার সংখ্যা সাত কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৮৯১। তাঁদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা তিন কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৫১১। স্বাভাবিকভাবেই এই বিরাট সংখ্যক মহিলা ভোট মাথায় রেখে প্রচার ময়দানে ঝাঁপাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এমনকী, বিরোধী প্রার্থী যেমন কখনও খগেন মুর্মু আবার কখনও কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের কণ্ঠে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি শোনা যাচ্ছে।
তৃণমূল মহিলা ভোট ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। কিন্তু, মহিলা ভোটে থাবা বসাতে মরীয়া গেরুয়া শিবিরও। আর সেই জন্য সক্রিয় BJP-র মহিলা মোর্চা। জানা যাচ্ছে, বিধানসভা ভিত্তিক মহিলা ব্রিগেড তৈরি করে প্রচারে নামার উদ্যোগ BJP-র। সমস্ত মহিলা ভোটারের কাছে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে রাজ্য BJP-র মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এই সময় ডিজিটাল-কে বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাচ্ছেন তাঁরা কি সুরক্ষিত রয়েছেন? তাঁর সন্তানরা কি চাকরি পেয়েছেন? মহিলাদের জন্য যে সমস্ত যোজনা নেওয়া হয়েছে সেগুলি তুলে ধরা হবে। আবাস যোজনার লাভার্থী কিন্তু মহিলারাও। আমরা দেখতে পাচ্ছি মহিলারা রাস্তায় নেমে মহিলা চাকরি প্রার্থীরা আন্দোলন করছে। সেক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাঁদের উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদী যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মহিলাদের জন্য যা যা উদ্যোগ নিয়েছেন সেই প্রসঙ্গে আমরা সমস্ত স্তরের মানুষকে জানাচ্ছি।’ যদিও অনেক সময় বিরোধী নেতাদের কণ্ঠেও শোনা যাচ্ছে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা। এমনকী, পদ্ম নেতাদের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পালটা BJP সরকার ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা বলছেন তাঁরা।
আচমকা লকেটের মুখে মমতার ভূয়সী প্রশংসা!
পাশাপাশি নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা যাচ্ছে ‘লাখপতি দিদি’-র প্রসঙ্গও। সবমিলিয়ে মহিলা ব্রিগেডের মন জয়ে কোনও খামতি রাখতেই নারাজ গেরুয়া শিবির।