• সরকারি প্রকল্পে ১০ লাখের বদলে ২০ লাখ লোন! মোদীর 'সংকল্প' নিয়ে পালটা সরব তৃণমূল
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • বাংলা নববর্ষের দিন ইস্তেহার বা 'সংকল্প পত্র' প্রকাশ করল BJP। আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকলে কী কী পদক্ষেপ করা হবে, এদিন তা বিস্তারিত জানানো হল BJP-র পক্ষ থেকে। এদিন যুব-নারী এবং গরিবদের নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি শোনা গেল BJP-র নির্বাচনী ইস্তেহারে। এর মধ্যে মুদ্রা যোজনায় লোনের অংকটা ১০ লাখ থেকে একলাফে দ্বিগুণ অর্থাৎ ২০ লাখ টাকা করে দেওয়া হবে বিজেপি সরকার ক্ষমতায় এলে, এমনটাই ঘোষণা করা হয়েছে BJP-র ইস্তেহারে।সম্প্রতি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) একটি রিপোর্টে দাবি করেছিল, ভারতের বেকার জনসংখ্যার ৮০ শতাংশই যুবক। ‘দ্য ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২৪’ শীর্ষক এই রিপোর্ট মোতাবের, ২০২২ সালে দশম শ্রেণি বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের মধ্যে বেকারের সংখ্যা ৬৫.৭ শতাংশ। রিপোর্টটিকে সামনে রেখে সরব হয়েছিলেন বিরোধীরা।

    রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে BJP-র সদর দফতর থেকে প্রকাশিত ইস্তেহারের ছত্রে ছত্রে ছিল মহিলা এবং যুবকদের জন্য প্রতিশ্রুতি। এর মধ্যে মুদ্রা যোজনার অর্থ দ্বিগুণ করার কথা ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। মোদীর দাবি, এতে অনেক ছোট ব্যবসায়ী উপকৃত হবেন। কাজের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে বলেও ইঙ্গিত তাঁর।

    এদিকে BJP-র এই ইস্তেহার নিয়ে সরব হয়েছে তৃণমূল। রাজ্য শাসক দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘এটা সংকল্প পত্র নয়, মনে হচ্ছে মোদীর গ্যারান্টিপত্র। মনেই হচ্ছে না নরেন্দ্র মোদী দশ বছর ধরে কাজ করেছেন। তাঁকে যে কথাগুলো বলতে হচ্ছে তাতে দেখাচ্ছে যে দশ বছরে ভারতের জন্য তিনি কিছুই করেননি, তা সে যুব সমাই হোক বা মহিলা-SC-ST দের জন্যই হোক। কাজ না করার ইস্তেহারের ঝলক BJP-র সংকল্প পত্রে। মোদী জনসভায় যে সমস্ত বক্তব্য রেখেছেন তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এখানেও।’

    এদিক BJP-র নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রেক্ষিতে তীব্র সমালোচনার সুর শোনা গেল তরুণ বাম নেতা প্রতীক উর রহমানের কণ্ঠেও। তিনি বলেন, ‘মোদী যদি প্রতিশ্রুতি রাখতেন তাহলে যে কথাগুলো বলছেন সেগুলো বলতেই হত না। হাথরাসের মহিলাদের সঙ্গে কথা বলার সময় তিনি পাননি। বরং তিনি নিজের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামীর কথা শুনন। তিনি অনেক কথা সঠিক বলছেন। আমাদের দেশের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে তা তো কারও অজানা নয়!’
  • Link to this news (এই সময়)