• Iran-Israel War News: ইরান-ইজরায়েল যুদ্ধের কী প্রভাব ভারতে? দুই দেশে থাকা প্রবাসী ভারতীয়দের জন্য কী নির্দেশ নয়াদিল্লির?
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • অবশেষে সত্যি হল আশঙ্কা। ইজরায়েলের উপর হামলা চালাল ইরান। শনিবার রাতে ইজরায়েলের উপর একসঙ্গে মিসাইল এবং বিস্ফোরক বোঝাই ড্রোন নিয়ে হামলা চালাল ইরান। কমপক্ষে ২০০ টি মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি। ইজরায়েলের দাবি, ব্যালিস্টিক এবং ক্জ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। মিসাইলের তীব্র আঘাতে ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থা এবং আয়রন ডোম ভেঙেছে বলে খবর। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ইজরায়েলের আকাশে আয়রন ডোম ভেদ করে আছড়ে পঢঞছে মিসাইল। ইরানের হামলারপরই জোরদার হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়ানোর আস্বাস দিয়েছে আমেরিকা।ইরানের ড্রোন হামলার পরই রবিবার সকালেই বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। অবিলম্বে ওই এলাকায় শান্তির দাবি জানিয়েছে নয়াদিল্লি।

    রবিবার সকালে ইরান-ইজরায়েল পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, ‘ইরান এবং ইজরায়েলের শত্রুতায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ওই এলাকার শান্তি বিঘ্নিত করছে এই আক্রমণ। আমরা অবিলম্বে হামলা থামিয়ে শান্তি স্থাপনের দাবি জানাচ্ছি। হিংসার পথ থেকে সরে এসে আমাদের কূটনীতির পথে হাঁটতে হবে।’

    বিদেশ মন্ত্রক আরও বলেছে, ‘আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রেখেছি। ওই এলাকায় আমাদের দূতাবাস ভারতীয় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এলাকায় নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুনিশ্চিত করা প্রয়োজন।’

    প্রসঙ্গত উল্লেখ্য, ইরান-ইজরায়েলের যুদ্ধের প্রভাব পড়তে পারে ভারতের উপর।

    যুদ্ধের পার্শ্বপ্রতিক্রিয়া-দুদেশের যুদ্ধের প্রভাব পড়তে পারে মূল্যস্ফীতির উপর। অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে অপরিশোধিত তেলের দাম বাড়ার পিছনে এই সংকটকেই প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি মূল্যস্ফীতি প্রভাবিত করতে পারে। তবে নির্বাচনকে সামনে রেখে তাৎক্ষনিকভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়র কোনও সম্ভাবনা নেই। তবে যুদ্ধের কারণেগ্লোবাই সাপ্লাই চেনও এর দ্বারা প্রভাবিত হতে পারে।

    ভারতের প্রতিরক্ষা সরবরাহ প্রভাবিত হতে পারে-প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল অশোক কুমার বলেছেন, যদি ইজরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে ভারতের প্রতিরক্ষা সরবরাহ প্রভাবিত হতে পারে। রশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে আসা সরবরাহ প্রভাবিত হয়েছিল। তাই ভারত বিকল্পহিসেবে আমেরিকা, ইজরায়েল এবং ন্যাটো দেশগুলোর দিকে নির্ভর করেছিল।

    জ্বালনি সংকট এবং অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব-অবজার্ভ রিসার্চ ফাউন্ডেশনের সেন্টর ফর ফরেন পলিসি স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হর্ষ ভি পান্থ বলেছেন, ইজরায়েল-ইরানের যুদ্ধের ফলে সমগ্র মধ্যপ্রাচ্যই এর দ্বারা ক্ষতিগ্রস্থ হবে। এটি একটি খুব গুরুতর সংকট হতে পারে। দেখা দিতে পারে জ্বালানির সংকট, খারাপ হতে পারে অর্থনৈতিক অবস্থাও।
  • Link to this news (এই সময়)