মাচানতলা থেকে হুড খোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার। হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো। হুডখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি। তাঁর দাবি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোটো নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, ‘এটা কি জনগণের জুতো পালিশ হচ্ছে। সেটা তো হয়নি। জনগণকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। এসব করে নাটক করছে। এতে কি ভোট বাড়ে।’ তৃণমূল প্রার্থীর বক্তব্য, সবাই তো নিজের নিজের কাজ করে। সেটা বাড়িতে করে। এটা লোক দেখানোর কোনও অর্থ নেই বলে দাবি তৃণমূল প্রার্থীর। ভোটের বাজারে বিজেপি প্রার্থীর এই প্রচারকে কেন্দ্র করে নতুন করে হাওয়া গরম হল বলেই ধারণা রাজনৈতিক মহলে।