• ভোটে দাঁড়ান, জুতো পালিশও করেন! বাঁকুড়ায় অভিনব প্রচার সুভাষের, খোঁচা তৃণমূলের
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের আবহে ভোট প্রচার তুঙ্গে। নববর্ষের দিনেও জনসংযোগের সুযোগ ছাড়তে চাইছেন না কেউই। এবার ভোট প্রচারে বেরিয়ে জুতো পালিশ করতে দেখা গেল বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডঃ সুভাষ সরকারকে। বিষয়টি নিয়ে কটাক্ষ তৃণমূলের।ভোট বড় বালাই আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র‍্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোটের প্রচারে বেরিয়ে এর আগে পাশের কেন্দ্র বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনও চুল কাটতে দেখা গিয়েছে। কখনও আবার তাঁকে দেখা গেছে চা, চপ, পাঁপড় ভেজে তা বিক্রি করতে। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে হুড খোলা গাড়িতে জুতো পালিশ করতে।

    আজ, রবিবার বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র‍্যালিতে অংশ নেন তিনি। সেখানেই হুড খোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

    Subhas Sarkar Election Campaign : ভোটের প্রচারে রামলালাই ভরসা সুভাষ সরকারের

    মাচানতলা থেকে হুড খোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার। হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো। হুডখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি। তাঁর দাবি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোটো নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন।

    বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, ‘এটা কি জনগণের জুতো পালিশ হচ্ছে। সেটা তো হয়নি। জনগণকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। এসব করে নাটক করছে। এতে কি ভোট বাড়ে।’ তৃণমূল প্রার্থীর বক্তব্য, সবাই তো নিজের নিজের কাজ করে। সেটা বাড়িতে করে। এটা লোক দেখানোর কোনও অর্থ নেই বলে দাবি তৃণমূল প্রার্থীর। ভোটের বাজারে বিজেপি প্রার্থীর এই প্রচারকে কেন্দ্র করে নতুন করে হাওয়া গরম হল বলেই ধারণা রাজনৈতিক মহলে।
  • Link to this news (এই সময়)