ভোট যুদ্ধে নেমে অশুভের বিনাশের বার্তা দিতে ঐশ্বরিক ভাবনায় মোড়া সেই ত্রিশূল হাতে তুলে নিলেন BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা নববর্ষের (Bengali New Yea
দিন সকালে ত্রিশূল হাতে নিয়ে হেঁটেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌছে যান বর্ধমানেশ্বর শিব মন্দিরে (Shiv Mandir)। সেখানে ভক্ত-অনুগামীদের সঙ্গে নিয়ে ত্রিশূল হাতে তিনি ‘পোজ’ও দেন। তবে ভোটের বাজারে দিলীপ ঘোষ ত্রিশূলধারী হয়ে আসলে কী বার্তা দিতে চাইলেন সে নিয়েই এখন চর্চা তুঙ্গে ।