• Tea Garden: চায়ের কাপে তুফান বাঙালির! পাতা ফোটানো শ্রমিকদের যন্ত্রণাক্লিষ্ট জীবনে ‘আচ্ছে দিন’ ফেরে না…
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ এপ্রিল ২০২৪
  • Tea Garden:

    সাতসকালে চাই এককাপ চা, তা নাহলে দিন যেন শুরু হতেই চায় না। চায়ের কাপে তুফান তুলে চলে বাঙালির আড্ডা। চা ও বাঙালি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তবে চা শ্রমিকদের হাল দিনের পর দিন কি অবস্থা হচ্ছে তার খবর কে রাখে? নির্বাচন এলে যথারীতি প্রতিশ্রতির বন্যা, ভোট পার হলেই ভোঁ ভাঁ। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রায়মাটাঙ ও কালচিনি দুই চাবাগনের শ্রমিকরা কেমন আছেন? তাঁদের খোঁজ নিতে হাজির হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)