Iran Attacks Israel: আকাশেই ধ্বংস মিসাইল-ড্রোন, কোন জাদুবলে ইজরায়েলে দাগ কাটল না ইরানের হামলা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ এপ্রিল ২০২৪
Iran Attacks Israel:
সিরিয়ার দামাস্কাসে ইরানি দূতাবাসে এয়ার স্ট্রাইকের জবাবে রবিবার ইজরায়েলের উপর হামলা করল তেহরান। প্রায় ২০০টি ড্রোন ছোড়া হয়েছে ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। তবে যতটা তীব্রতর হামলা হবে বলে মনে করা হয়েছিল, ততটা হয়নি। ইজরায়েলি ভূখণ্ডে একের পর এক মিসাইল হানা আছড়ে পড়ে, কিন্তু সেই হামলা তেমন দাগ কাটতে পারেনি। আকাশেই ছোড়া মিসাইল-ড্রোন ধ্বংস হয়ে যায়।