লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শুরুর চার দিন আগে নির্বাতনী ইস্তেহার প্রকাশ করল BJP। রবিবার দিল্লিতে দলের সদর কার্যালয়ে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাদের উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার (BJP Election Manifesto) প্রকাশ গেরুয়া দলের। একগুচ্ছ প্রতিশুতি দেওয়া হয়েছে বিজেপির এই ‘সংকল্প পত্রে’ (Sankalp Patra)।