• লা লিগা আকাডেমির সঙ্গে গাঁটছড়া ভবানীপুর ক্লাবের
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার ভারতীয় ফুটবলে আগ্রহ দেখাল লা লিগা। ভবানীপুর ক্লাবের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনতে উদ্যোগী হয়েছে তাঁরা। একটি ‘ফুটবল ডেভলপমেন্ট প্ল্যান’ তৈরি করা হয়েছে। মূল উদ্দেশ্য, দেশের তরুণ এবং সম্ভাবনাময় ফুটবলারদের তাঁদের নিজস্ব স্টাইলে ট্রেনিং দেওয়া। ঠিক যে পদ্ধতি অনুসরণ করে বিশ্ব ফুটবলকে স্প্যানিশ লিগ একের পর এক ফুটবলার সাপ্লাই দিয়েছে। যারা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বমঞ্চে। পুরো প্রকল্প লা লিগার ‘গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর’ এবং তাঁর টিমের মস্তিষ্কপ্রসূত। প্রকল্পের উদ্দেশ্য হল, বিভিন্ন দেশ, প্রদেশের ফুটবল সংস্কৃতির সঙ্গে স্পেনীয় ফুটবলের নৈপুন্য এবং টেকনিকের মিশ্রন ঘটানো। বিশেষজ্ঞদের দলে রয়েছেন স্পেনের মিগুয়েল কাসাল। তিনি ভারতে লা লিগা আকাডেমি ফুটবল স্কুলের ডিরেক্টর। ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স লা লিগা আকাডেমি এএফসি এবং লা লিগার অনুমোদিত কোচদের হাতে তুলে দিয়েছে। বেঙ্গালুরুর একটি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে যারা আই লিগের বিভিন্ন পেশাদার টিমের দেখভাল করে। টেলিভিশন চ্যানেলের সঙ্গেও গাঁটছড়া বাঁধা হচ্ছে। যারা দেশজুড়ে আকাডেমির ম্যাচ, এআইএফএফ ‘ব্লু কাবস’ এবং প্র্যাকটিস সেশন সম্প্রচার করবে। উদীয়মান প্রতিভাদের কাছে যা নিজেদের প্রতিভা প্রদর্শনের একটা মঞ্চ হবে। অনুষ্ঠানে লা লিগা আকাডেমি ফুটবল স্কুলের ডিরেক্টর মিগুয়েল কাসাল বলেন, "লা লিগা আকাডেমি ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। এই দেশে আমাদের প্রচুর প্রোগ্রাম রয়েছে। আমরা একাধিক ভাবে টেকনিক‌ক্যাল সাপোর্ট দিতে চাই। যেমন বিভিন্ন সেন্টারে যাওয়া, কোচদের প্রশিক্ষণ দেওয়া। আমরা তৃণমূল স্তরে বেশি করে জোর দিচ্ছি। কারণ আমরা চাই লা লিগার ফুটবল পদ্ধতির সঙ্গে বেশি সংখ্যক উঠতি ফুটবলার মানিয়ে নিক। এই দেশের ফুটবলপ্রেমী শহরের নাম কলকাতা। তাই এই শহরকে বাছতে আমাদের কোন‌ও সমস্যা হয়নি।" ভবানীপুর এফসি-র কর্তা সৃঞ্জয় বসু বলেন, "বাংলা জুড়ে একাধিক প্লেয়ার ডেভেলপমেন্ট সেন্টার গড়বে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া। বিভিন্ন জেলার নানা স্কুলে হবে এগুলো। সেই সব সেন্টার থেকে এআইএফএফ স্কাউটরা প্রতিভা বেছে নিতে পারবে। তাঁদের নিয়ে যাওয়া হবে এলিট প্লেয়ার ডেভলপমেন্ট সেন্টারে এবং শেষপর্যন্ত ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সে। ফেডারেশনের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য তাঁদের তৈরি করা হবে।" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, স্টেপ আউট অ্যানালিকিকসের অন্যতম প্রতিষ্ঠাতা সায়ক ঘোষ, ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া আকাডেমির সিইও অপরূপ চক্রবর্তী প্রমুখ। 
  • Link to this news (আজকাল)