• Mal Money Recovered: নাকা চেকিংয়ে পুলিস থামাল বিজেপির নেতার গাড়ি, ডিকি তল্লাশি করতেই মিলল টাকার বান্ডিল
    ২৪ ঘন্টা | ১৪ এপ্রিল ২০২৪
  • অরূপ বসাক: লোকসভা নির্বাচনের আগে উৎসহীন লক্ষাধিক টাকা নিয়ে গাড়ি করে ফেরার পথে পুলিসের নাকা চেকিংয়ে আটক হলেন বিজেপির মাল বিধানসভা কেন্দ্রের কনভেনার রাকেশ নন্দী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮:৩০ নাগাদ মাল মহকুমার ক্রান্তি ব্লকের মসজিদ মোড় এলাকায়।

     শনিবার রাতে ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ নাকা তল্লাশি করছিলেন। আর সেই সময় রাকেশ নন্দী  দলীয় কাজ সেরে গাড়ি চালিয়ে মালবাজার শহরে ফিরছিলেন। আর সেই সময়ই গাড়ির দিকে খুলে তল্লাশি করতেই লক্ষাধিক টাকা উদ্ধার হয়। এরপর ক্রান্তি থানার পুলিস সেই টাকা বাজেয়াপ্ত করে  এবং রাকেশ নন্দীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গাড়ির ডিকিতে তল্লাশি চালিয়ে মোট সাত লক্ষ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে ক্রান্তি আউটপোস্ট থানার পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জলপাইগুড়ি জেলার বিজেপি মহিলা মোর্চা সভাপতি দীপা বণিকের গাড়ি থেকেও উদ্ধার হয় আরো এক লক্ষ ৩০ হাজার উৎসাহীন টাকা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির দুই নেতার কাছ থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে। তবে রাতেই ক্রান্তি আউট পোস্টের পুলিশ টাকা বাজেয়াপ্ত করে রাকেশ নন্দী ও তার গাড়ি ছেড়ে দেন। পাশাপাশি তৃণমূল ও সিপিআই(এম) দলের তরফেও নগদ টাকা বাজেয়াপ্তর ঘটনায়  সুর চড়াতে দেখা গিয়েছে।ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের  এর ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ  জানিয়েছেন, বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় প্রমাণিত হয় যে বিজেপি টাকা ছড়িয়ে ভোটে জিততে চাইছে। অপরদিকে সিপিআইএম নেতা রাজা দত্ত জানিয়েছেন, ইলেক্টরাল বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকা ছড়িয়ে ভোটে জেতার রণকৌশল ঠিক করেছে বিজেপি। অপরদিকে এই বিষয়ে  বিজেপি নেতা তথা  মাল টাউন মন্ডল এর সভাপতি নবীন সাহা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখেই মন্তব্য করা হবে। আর যার কাছ থেকে এই নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে সেই বিজেপি নেতা তথা বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি। জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে ঘটনার ছবি তাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।লোকসভা নগদ টাকা বাজেয়াপ্তর ঘটনায় এখন রাজনৈতিক মহলেও শোরগোল দানা বেঁধেছে।
  • Link to this news (২৪ ঘন্টা)