• Iran Vs Israel: ইরান-ইজরায়েল যুদ্ধে আটকে বহু ভারতীয়, তড়িঘড়ি হেল্পলাইন নম্বর চালু ভারতের
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন ইরানি কমান্ডার নিহত হন। ইরানের দাবি, এই হামলা চলিয়েছিল ইজরায়েল। যদিও হামলার কথা আস্বীকার করে ইজরায়েল। শনিবার কার্যত সেই হাসলরই বদলা নিল ইরান। ইজরায়েলের উপর একের পর এক ড্রোন হামলা চালানো হয়। চলে একাধিক বিস্ফোরণ। ইজরায়েলকে আক্রমণের মাধ্যমে নতুনভাবে যুদ্ধ করেছে ইরান। দুই দেশ কয়েক দশক ধরেই পরস্পরের প্রতিদ্বন্দ্বী।এরই মধ্যে সামনে এসেছে একটি রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলে ১৮ হাজার ভারতয় আটকে পড়েছেন। অন্যদিকে ইরানে রয়েছেন চার হাজার ভারতীয়। এমন পরিস্তিতিতে এই সংঘর্ষের জেরে আটকে পড়েছেন প্রায় ২২ হাজার ভারতীয়। গোটা ঘটনায় রবিবার সকালেই গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত। এরপরই আটকে পড়া ভারতীয়দের সাহায্যে তড়িঘড়ি হেল্পলাইন নম্বর চালু করে ভারত। অন্যদিকে, তেহরানে থাকা ভারতীয় দূতাবাস অতিরিক্ত হেল্পলাইন নম্বর চালু করেছে। যে কোনও ধরণের সাহায্যের জন্য ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল-

    +989128109115, + 989128109109, +989932179567, +89932179359, +98-21-88755103-5, cons.tehran@mea.gov.in

    ইজরায়েলে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে আপাতত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

    শনিবার তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান নিরাপদে অবতরণ করেছে। এবার সেই বিমানটি তেল আবিব থেকে ভারতে যাওয়ার কথা আছে। দুটি প্রধান বিমান সংস্থা এল আল এবং এয়ার ইন্ডিয়াইজরায়েল এবং ভারতের মধ্যে বানিজ্যিক ফ্লাইট পরিচালন করছে। অন্যদিকে, ভারতের দুটি প্রদান এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা ইরানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। দুদেশের যুদ্ধের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি তাদের পথ পরিবর্তন করতে বাদ্য হয়েছে। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার বিষয়ি নিশ্চিত করার জন্য ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘতর পথ ধরতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলি।

    ভিস্তারা এয়ারলাইন্স স্বীকার করেছে যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দীর্ঘ রুট গ্রহ করা হবে। আর এর কারণে খুব স্বাভাবিকভাবেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেকটাই বেশি সময় লাগবে। গোটা পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষন করা হচ্ছে এবং প্রয়োজনে আরও রুট পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন ভিস্তারার এক মুখপাত্র।

    অন্যদিকে, এয়ার ইন্ডিয়া ইউরোপ, মার্কি যক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এয়ার ইন্ডিয়াও একটি বিবৃতিতে জানিয়েছে, যে তদের বিমান ভারতে যাওয়া আসা করার জন্য একটি বিকল্প পথ নেবে।
  • Link to this news (এই সময়)