• পরমাণু বোমা বানাচ্ছে ইরান! শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ? কয়েকঘণ্টায় কোটি কোটি মানুষের মৃত্যুর সম্ভাবনা
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
  • এই প্রথম ইজারায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা করল ইরান। শনিবার মধ্যরাতে ইহুদি দেশে ৩০০ মিসাইল, ২০০ ড্রোন নিক্ষেপ করে খোমেইনির দেশ। তবে আগেভাগেই হামলার আশঙ্কা থেকে প্রস্তুত ছিলেন নেতানিয়াহু। প্রায় সমস্ত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর।আমেরিকা, ব্রিটেনের পাশাপাশি জর্ডনের মতো মুসলিম দেশও ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। তবে ইরানের এই হামলার পরই মধ্য প্রাচ্যের এই অংশে বড়সড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। তারা মনে করছেন ইরানের কাছে পরমাণু বোমা তৈরির রসদ মজুদ রয়েছে।

    ১২টি পরমাণু বোমা তৈরির ইউরেনিয়ামচলতি বছর জানুয়ারি মাসে ব্রিটেনের হাতিয়ার পর্যবেক্ষকরা সতর্কবার্তা দিয়েছিলেন। ইরানের কাছে ১২টি পরমাণু বোমা তৈরির মতো পর্যাপ্ত মাত্রায় ইউরেনিয়াম মজুত রয়েছে বলে দাবি করেছিলেন তারা। ইউরেনিয়াম এমন একটি ধাতুর যার জন্য চেন রিয়্যাকশনে পরমাণু বিস্ফোরণ হতে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন ভৌতবিজ্ঞানী এবং অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট বলেন, 'ইরান ইউরেনিয়ামের ৯০ শতাংশের বেশি মজুত করে ফেলেছে। এটা অস্বীকার করে লাভ নেই, ইরানের বৈজ্ঞানিকদের কাছে পৃথিবীতে প্লয় ঘটানোর মতো হাতিয়ার তৈরির কাঁচামাল রয়েছে।'

    ৬ মাসেই পরমাণু বোমা তৈরি?মার্কিন রিপোর্টার দাবি করেছেন, ইরান পরমাণু বোমা তৈরি করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে নিউ ইয়র্ক টাইমসকে হোয়াইট হাউসের সুরক্ষা সংবাদদাতা ডেভিড সেংগার বলেন, 'পরমাণু বোমা তৈরি করতে আর ছয় মাস সময় লাগবে ইরানের। ২০১৫ সালে ওমাবা প্রশাসনের সমঝোতার পর থেকে অধিকাংশ পরমাণু বোমা তৈরির মালমশলা বাইরের দেশগুলিতে পৌঁছে গিয়েছে। কিন্তু, ট্রাম্প সরকার ফের একবার চুক্তি থেকে সরে আসায় তথ্য লেনদেন বন্ধ হয়। ইরানের কাছে পর্যাপ্ত মাত্রায় কাঁচামাল প্রস্তুত রয়েছে। একটি পরমাণু বোমা সম্পূর্ণরূপে প্রস্তুত করতে তাদের আর ছয় মাস মতো সময় লাগবে।'

    নিউক্লিয়ার ওয়ার আসন্ন?ইরানের পরমাণু বোমা তৈরির কাঁচামাল প্রস্তুতের খবরের মাঝেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু বোমা নিয়ে হামলা শুরু হলে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কয়েকঘণ্টার মধ্যেই কোটি কোটি মানুষের মৃত্যুর সম্ভাবনা। কোন দেশ সে যুদ্ধ শুরু করবে, আর কার উপর হামলা চালাবে তাতে কিছু যায় আসবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নিয়ে লেখা বইয়ের লেখিকা অ্যানি জ্যাকসন বলেন, 'রাশিয়া এবং চিন যদি মিসাইল লঞ্চ করে তবে মার্কিন রাষ্ট্রপতির কাছে যুদ্ধতে অংশ নেওয়ার জন্য কেবলমাত্র ছয় মিনিট সময় থাকবে।'

    আকাশপথে ধ্বংসলীলাঅ্যানি জ্যাকসন আরও বলেন, 'আমেরিকার কাছে ১৭৭০ পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে যা কম করে ৬০ সেকেন্ডের মধ্যে লঞ্চ করা যায়। অন্যদিকে, রাশিয়ার কাছে ১৬৭৪ পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে। এই পরমাণু অস্ত্র নিক্ষেপ করা হলে আকাশপথে ধ্বংসলীলা চলবে। মাশরুম আকৃতির লাল মেঘে ঢাকা পড়বে আকাশ। জ্বলন্ত অগ্নিশিখা দেখা যাবে দূর দূর পর্যন্ত। আমি যাদের সঙ্গে কথা বলেছি, প্রাক্তন প্রতিরক্ষা সচিব, রণনীতি কমান্ডার, পরমাণু হাতিয়ার ইঞ্জিনিয়ার, সকলেই বলেছেন পরমাণু যুদ্ধ সম্পর্কে ভাবাও পাগলামো।'
  • Link to this news (এই সময়)