Amartya Sen : 'একতার অভাব, বিরোধীরা ছন্নছাড়া!' ইন্ডিয়া জোট নিয়ে বড় মন্তব্য অমর্ত্য সেনের
এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
নোবলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন নিজেদের মধ্যে একতা না থাকায় ছন্নছাড়া হয়ে গিয়েছে বিরোধী শিবির। পাশাপাশি পরিকাঠামোগত সমস্য রয়ে গিয়েছে কংগ্রেসের।ক্ষমতায় এলে দেশে জাতিগত জনগণনা অবিলম্বে করার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু, বর্ষীয়ান অর্থনীতিবিদের কথায়,
'জাতিগত জনগণনা দেশে প্রয়োজন ঠিকই তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থান এবং উন্নয়নের আবশ্যিকতা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ প্রয়োজনের সমাজের সমস্ত স্তরেই।'
অমর্ত্য সেনের মতে, 'ইন্ডিয়া জোট সেভাবে জনপ্রিয়তা আদায় করতে পারেনি। নীতীশ কুমার এবং জয়ন্ত চৌধুরীর মতো শরিকরা রাতারাতি বেরিয়ে গিয়েছেন। নিজেদের মধ্যে কোনও একতা নেই। ছন্নছাড়া হয়ে গিয়েছে ইন্ডিয়া জোট। একজোট হতে পারলে তারা আরও শক্তিশালী হতে পারত।' সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'কংগ্রেসের অনেকগুলি সমস্যা রয়ে গিয়েছে। দলের গর্বিত অতীত তাদের পুনরুজ্জীবিত করতে পারে।'
বরাবরই NDA সরকারের অর্থনৈতিক পলিসি নিয়ে সমালোচনা করেছেন অমর্ত্য সেন। অশিক্ষার অন্ধকার, লিঙ্গ বৈষম্যের জেরে দেশের গরিব মানুষের কোনও উন্নতি হয়নি বলে মনে করেন তিনি। নোবেলজয়ীর কথায়, 'ভারতের শাসকদল কেবলমাত্র ধনীদের কথাই শোনে। তাদেরই গুরুত্ব দেয়। অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, ন্যূনতম চিকিৎসাটুকু পায় না যারা, লিঙ্গ বৈষম্যে যারা জর্জরিত সেই গরিবদের পাত্তা দেওয়া হয় না। তাদের কোনও উন্নয়ন হয় না।' তবে ইন্ডিয়া জোটের প্রতিশ্রুতিগুলি যে শাসকদলকে ক্ষমতাচ্যুত করতে খুব একটা জোরদার নয়, তেমনই ইঙ্গিত পাওয়া গেল অমর্ত্য সেনের কথায়।
অন্যদিকে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে পি চিদম্বরম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে 'প্রধান খেলোয়াড়' বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'বাংলায় তৃণমূলের ভালো ফল হবে। আর সেই কারণেই ইন্ডিয়া জোট আরও মজবুত হবে।' তিনিই কি তবে এবারের লোকসভার কি ফ্যাক্টর? জবাবে পি চিদম্বরম বলেন, 'আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিঃসন্দেহে তিনি এই নির্বাচেন একটি কি ফ্যাক্টর।' আম আদমি পার্টির সদ্য জেল থেকে মুক্তিপ্রাপ্ত সাংসদ সঞ্জয় সিংও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি তিহাড় থেকে বেরিয়েই বলেন, 'BJP-র বিরুদ্ধে লড়াই করতে ভয়ডরহীন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতীশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। নীতীশজি BJP-র কাছে মাতা নত করেছেন। মমতাজি BJP-র বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। বাংলার ফল খুব ভালো হবে। আর সেই ফলাফলের জন্য ইন্ডিয়া জোট উপকৃত হবে।'