Fact Check: কংগ্রেস আমলে তেলঙ্গনায় পাক পতাকা উত্তোলন? জানুন সত্যিটা
এই সময় | ১৪ এপ্রিল ২০২৪
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল রয়েছে একটি পোস্ট। সেই পোস্টে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন রাস্তার মাঝখানে ইসলামিক ধ্বজা নাড়ছে। ভিডিয়োটি দাবি করা হয়েছে জায়গায়াটি হায়দরাবাদের।মিডিয়া সংস্থা এশিয়ানেট নিউজ একই দাবির সাথে ভিডিওটি শেয়ার করেছে। ক্যাপশানে দাবি করা হয়েছে, কংগ্রেস শাসনে হায়দরাবাদে পাকিস্তানি প্রেম বেড়েছে। এখানকার বাসিন্দারা প্রতিবেশী দেশের পতাকা তুলছে।' এর সাথে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ভিডিওটি ফেসবুক ও এক্স (আগের টুইটার) এ পোস্ট করেছেন। যে দাবিতে ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে তা কি আদৌ সত্যি? ফ্য়াক্ট চেকে উঠে এল সত্যিটা। দেখুন ভুয়ো দাবিতে ভাইরাল সেই পোস্ট। এছড়াও একই দাবিতে ভিডিয়োটি একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
অনুসন্ধান
অনুসন্ধানে দেখা গিয়েছে ভিডিয়োটি এখনকার নয়। এটি আসলে পুরনো একটি ভিডিয়ো। নতুন করে ভুয়ো দাবিতে সেটি শেয়ার করা হয়েছে বর্তমানে। ভিডিয়োটি ২০২৩ সালের অক্টোবরের। অর্থাৎ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানের পূরবর্তী সময়ের ভিডিয়ো।
> এর অর্থ হল কংগ্রেসের আমলে ভিডিওটি রেকর্ড করা হয়নি।
> এছাড়াও লোকজনকে পাকিস্তানি নয়, ইসলামিক পতাকা তুলতে দেখা যায়।
>ইউটিউবে সার্চ করে পুরনো ভিডিয়োটি খুঁজে পাওয়া যায়। 'হায়দ্রাবাদ ডেকান নিউজ' নামে একটি অযাচাই করা চ্যানেলে আপলোড করা একই ভিজ্যুয়াল খুঁজে পাওয়া গিয়েছে।
>ভিডিয়োটি ২ অক্টোবর ২০২৩-এ আপলোড করা হয়েছিল।
>ক্যাপশনে লেখা হয়েছি, 'মিলাদ উন নবী উপলক্ষে, গতকাল কয়েকজন তরুণ ট্যাঙ্ক বুন্ডে বাইকে করে একটি সমাবেশ করেছে। এতে বেশ বাসিন্দারা ক্ষুব্ধ হয়। সমাবেশের ফলে যানজট হয়েছিল।'
উল্লেখ্য, কংগ্রেস ২০২৩ সালে ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তেলেঙ্গানায় ক্ষমতায় আসে কংগ্রেস। এর থেকে স্পষ্ট, ভিডিয়োটি কংগ্রেসের ক্ষমতায় থাকাকালীন অবস্থা রেকর্ড করা হয়নি।
দ্য সিয়াসত ডেইলি ' নামে একটি অনলাইন পোর্টাল একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে। সেই প্রতিবেদনের বলা হয়েছে, হায়দরাবাদ সিটি পুলিশ ব্যক্তিদের মিথ্যা দাবি সহ একটি পুরানো ভিডিও শেয়ার করার বিষয়ে সতর্ক করেছে। এই ভাইরাল ভিডিয়োটির মতো একই দৃশ্য দেখা গিয়েছে পুরনো ভিডিয়োটিতে, যেটি মিলাদ উন নবী মিছিলের সময় রেকর্ড করা হয়েছিল ।
পাকিস্তানি পতাকা কি উত্তোলন করা হয়েছিল?
ভাইরাল ভিডিওতে দেখা পতাকার সাথে পাকিস্তানের জাতীয় পতাকার তুলনা করার সময় দেখা যায় উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
যে ধ্বজা দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োটে তা পাকিস্তানি পতাকা নয়। ভিডিয়োর একেবারের শেষের অংশে ছিল এটি।
সিদ্ধান্ত
সব কিছু মিলিয়ে এটাই প্রমাণিত হয় ভিডিয়োটি পুরনো। তেলঙ্গনায় কংগ্রেসের শাসনে পাকিস্তানি পতাকা উত্তোলন হয়নি।
(This story was originally published by The Quint and Edited And Translated by Ei Samay Digital as part of the Shakti Collective)