• Garden Reach Building Collapsed : গার্ডেনরিচে বহুতল ভাঙায় সাসপেন্ড ৩ ইঞ্জিনিয়ার
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • এই সময়: গার্ডেনরিচের আজাহার মোল্লা বাগানে ভেঙে পড়া বেআইনি নির্মাণের গোড়াতেই গলদ ছিল। ওই নির্মীয়মাণ বহুতলের ভিতে কংক্রিটের কোনও অস্তিত্বই খুঁজে পাননি তদন্তকারীরা। কলকাতা পুরসভা সূত্রে এই খবর জানা গিয়েছে। ১৭ মার্চ রাতে পাঁচতলা ওই বেআইনি আবাসনটি ভেঙে পড়েছিল। এই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।সেই কমিটির তরফে শনিবার পুর কমিশনার ধবল জৈনের হাতে রিপোর্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি গার্ডেনরিচের ঘটনায় শনিবারই কর্তব্যে গাফিলিতর অভিযোগে তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছে পুরসভা। সংশ্লিষ্ট তিন ইঞ্জিনিয়ারকে গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পরেই শো-কজ করেছিল পুরসভা। তাঁদের বিল্ডিং বিভাগ থেকে অন্য বিভাগে বদলিও করা হয়েছিল। পুরসভা সূত্রে খবর, শনিবার তদন্ত কমিটি প্রথম দফার রিপোর্ট জমা দিয়েছে। তদন্তের এখনও অনেকটাই বাকি।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার রিপোর্টে একাধিক ত্রুটির উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, নির্মীয়মাণ বাড়িটির প্ল্যান অনুমোদন করা ছিল না। পাঁচতলা বড়িটির কোনও স্ট্রাকচারাল ডিজ়াইনও করা হয়নি। নির্মাণে ব্যবহৃত সামগ্রী কলকাতা পুরসভার বিল্ডিং রুলের নির্মাণ সামগ্রীর যে কোড রয়েছে তা মেনে ব্যবহার করা হয়নি। নির্মাণ সামগ্রীর মানও ছিল খারাপ।

    নির্মীয়মাণ বেআইনি বাড়িটির ভিত (রাফট বুটিং) নির্মাণে কংক্রিটের কোনও অস্তিত্ব মেলেনি। পুরো বাড়িটির বিভিন্ন তলের ঢালাইয়ের কাজেও অনেক গাফিলতি ছিল বলেই তদন্তকারীরা জানিয়েছেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তদন্তের কাজ প্রভাবিত না হয়। তবে বিল্ডিং বিভাগের একটি সূত্রে খবর, শো-কজের যে জবাব তাঁরা দিয়েছেন তা সন্তোষজনক ছিল না।

    তাই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত। তবে কত দিন এই তিন ইঞ্জিনিয়ার সাসপেন্ড থাকবেন, তা নিয়ে পুরসভার তরফে কিছু জানানো হয়নি। বিল্ডিং বিভাগের এক আধিকরিক জানান, গার্ডেনরিচের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিন ইঞ্জিনিয়ারের সাসপেনশন ওঠার সম্ভবনা খুব কম। সাসপেন্ড হওয়া তিন পুর ইঞ্জিনিয়ার গার্ডেনরিচের বেআইনি নির্মাণ ভেঙে পড়ার সময়ে কলকাতা পুরসভার ১৫ নম্বর বোরোর বিল্ডিং বিভাগে এগজি়কিউটিভ, অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাস্টিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ছিলেন।
  • Link to this news (এই সময়)