• Heatwave Alert : সাবধান! সোম থেকে বুধ ভয়ংকর তাপপ্রবাহের পূর্বাভাস
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • ঝমঝমিয়ে বৃষ্টিতে জ্বালাপোড়া গরম থেকে রেহাই পেয়েছে দিল্লিবাসী। রবিবারও পূর্বাভাস মোতাবেক দিনভর বৃষ্টি হয়েছে দিল্লি-NCR এলাকায়। মৌসম বিভাগ জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঝঞ্ঝার জেরেই মেঘলা থাকবে রাজধানী শহরের আকাশ। ২০ এপ্রিল পর্যন্ত দিল্লির বাসিন্দারা প্রবল দহন থেকে মুক্ত থাকবেন। তবে এই স্বস্তি বেশিদিনের নয়। ১৮ এপ্রিলের পর থেকে একটু একটু করে পারদ চড়তে শুরু করবে।দিল্লিতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও দেশের অন্য প্রান্তে লু বইছে। ওডিশা এবং অন্ধ্র প্রদেশের আলাদা আলাদা অংশে ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে IMD।

    দিল্লিতে গরম থেকে মুক্তিশনিবার সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে দিল্লি-NCR এলাকায়। স্বস্তি পায় জনতা। মৌসম বিভাগের বক্তব্য, উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। রবিবারও ঝোড়ো হাওয়া বইছে সেখানে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইছে হাওয়া। চলছে হালকা বৃষ্টিপাত। এর জেরে দিল্লিতে অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে। সোমবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD।

    আর কোন কোন রাজ্যে বৃষ্টিপাত?আগামী দু'তিনদিন মধ্য প্রদেশের কিছু এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে রাজ্যে। পাশাপাশি পশ্চিম রাজস্থান, জম্মু এবং দক্ষিণে তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। একইসঙ্গে পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে রবিবার বৃষ্টিপাত চলছে। এদিকে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, জম্মু ও কাশ্মীর, লাদাখে ১৬-১৭ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশেও বৃষ্টি হবে সোমবার।

    আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?ইরানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। ১৫ এপ্রিল অর্থাৎ সোমবারের মধ্যে সেটি ভারতে আরও সক্রিয় হবে। যার প্রভাব পড়বে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটে। ওডিশাতেও কিছুটা প্রভাব পড়তে চলেছে। মৌসম বিভাগ জানিয়েছে, সোমবার পশ্চিম উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে এর প্রভাবে বৃষ্টিপাত হবে।

    কোন কোন রাজ্যে তাপপ্রবাহ?পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ১৮-১৯ এপ্রিলের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারবে না বলে জানিয়েছে IMD। আঞ্চলিক আবহাওয়া দফতরের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, 'এপ্রিলে দিল্লিতে লু বইবার সম্ভাবনা নেই। যদিও গত তিনদিন দিল্লিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রার পারদ। এদিকে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ থেকে শুরু করে তেলঙ্গানা পর্যন্ত পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। ওডিশা এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত লি বইবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মাথা না ঢেকে রাস্তায় দিনের বেলা বের হতে নিষেধ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এ নিনোর কারণেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। ফলে আরও গরমে কাহিল হবে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হতে পারে।
  • Link to this news (এই সময়)