Rajnath Singh slams Tejashwi Yadav: মাছ-শূকর-হাতি যা ইচ্ছে খান, দেখানোর কী আছে! নাম না করে তেজস্বীকে কটাক্ষ রাজনাথের
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
মাছ খাওয়া নিয়ে নেট মাধ্যমে বিদ্ধ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নবরাত্রির সময় মাছ খেয়েছেন তিনি! আর তাই তাঁকে 'মরশুমি সনাতনী' বলে কটাক্ষ করে গেরুয়া শিবির। এবার এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তেজস্বীকে উদ্দেশ্য় করে তাঁর পরোক্ষ ভাবে কটাক্ষ, 'একদিকে যখন দেশের একাংশ মানুষ কৃচ্ছসাধন করছে সেই সময় কিছু লোক নিজেরা কী খাচ্ছেন না খাচ্ছেন সেসব দেখিয়ে লোভ দেখাচ্ছেন সকলকে। বিহারের জামুই জেলায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাজনাথ তেজস্বীর নাম না করে বলেন, 'আপনি মাছ, শূকর বা হাতি খেতেয়ে পারেন। কিন্তু এমন সময় অভিনয়ের মাধ্যমে আপনি কী প্রমাণ করার চেষ্টা করছেন যখন দেশের একাংশ মানুষ কৃচ্ছসাধন করছে?'নবরাত্রি শুরু হয়েছে। এই সময় দশ দিন নিরামিষ খাওয়ার রীতি মানেন বহু হিন্দু ধর্মাবলম্বীরা। বিহারেও এই প্রথা রয়েছে। এমনই পরিস্থিতিতে দেখা যায়, প্রচারে মাঝে হেলিকপ্টারে বসে তেজস্বী যাদব মাছ খাচ্ছেন। ভিডিয়োটি ঘিরে বিতর্কের ঝড় ওঠে নেট মাধ্যমে। বহু নেটিজেনই অভিযোগ তোলেন, হিন্দুদের উস্কানি দিতেই এমন ভিডিয়ো পোস্ট করেছেন তেজস্বী। খোঁচা দেন বিজেপি নেতারাও।
বিতর্কে মুখ খোলেন তেজস্বী যাদব। বুধবার তাঁকে বলতে শোনা যায়, 'আমরা এই ভিডিয়োটি আপলোড করেছিলাম বিজেপি ও গোদি মিডিয়ার আইকিউ পরীক্ষা করতে। আমাদের ভাবনা সঠিক বলে প্রমাণিত হয়েছে।' এক্সের পোস্টে বলা হয়, এটি একদিন আগের পোস্ট। কিন্তু অন্ধ সমর্থকরা সেসব কিছুই দেখেননি।'
কেবল তেজস্বী নয়, তাঁর বাবা লালুপ্রসাদ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সকলকে খোঁচা মেরে মোদীর দাবি, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের নেতারা দেশের সংখ্যাগুরু মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনও মাথাব্যথা নেই। কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের উধমপুরে এক জনসভায় মোদী বলেন, 'কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য সদস্যদের কারও দেশের সংখ্য়াগুরুদের মানুষের আবেগ নিয়ে কিছু যায় আসে না। তাঁর বাবা লালুপ্রসাদ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সকলকে খোঁচা মেরে মোদীর দাবি, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের নেতারা দেশের সংখ্যাগুরু মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনও মাথাব্যথা নেই। কাউকে কোনও কিছু খাওয়ার ক্ষেত্রে আটকায় না আইন। মোদীও কাউকে কিছু খেতে বারণ করেন না। প্রত্যেকেরই স্বাধীনতা আছে যে যখন ইচ্ছা হবে, তখন নিরামিষ খাবেন, যখন ইচ্ছা হবে, তখন আমিষ খাবেন। কিন্তু এইসব লোকেদের উদ্দেশ্য আলাদা হয়।