আর মাত্র পাঁচ দিন। তারপরই শুরু হতে চলেছে হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। রবিবারই লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেছে BJP। যেখানে মোদীর গ্যারান্টি স্বরূপ একাধিক সংকল্প নেওয়া হয়েছে। এর আগেই অবশ্য পাঁচ দফায় ন্যায়ের প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করেছিল কংগ্রেস। কাশ্মীরে ফের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সে ইস্তেহারে? জানুন ভাইরাল পোস্টের সত্যতা।কী ভাইরাল হয়েছে?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, কংগ্রেস লোকসভা নির্বাচনী ইস্তেহারে একাধিক রাষ্ট্র বিরোধী প্রতিশ্রুতি দিয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসের ইস্তেহারে কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেন ফিরিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশদ্রোহের ১২৪এ ধারা বাতিল করা, CAA বাতিল করা, AFSPA আইন বাতিল এবং কাশ্মীর থেকে সেনা ও CRPF জওয়ানের সংখ্যা কমিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অনুসন্ধানএই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেছে দ্য কুইন্ট। কংগ্রেসের ইস্তেহারে এমন কথা লেখা নেই, ক্ষমতায় এলে ফের জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনা হবে। তবে কংগ্রেস এমনটা অবশ্যেই উল্লেখ করেছে, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। লাদাখের জনজাতি ক্ষেত্রগুলির জন্য ছয় নম্বর অনুসূচির সংশোধন করা হবে।
কংগ্রেসের ২০২৪ সালের ইস্তেহারে ১২৪এ ধারার কোনও উল্লেখ নেই। ২০১৯-এর ইস্তেহারে অবশ্য কংগ্রেস ১২৪এ ধারা বাতিল করার বিষয়টি উল্লেখ করেছিল। তারা সে সময় জানিয়েছিল এটি ব্রিটিশ আমলে তৈরি আইন।
কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে কেবলমাত্র একবার জম্মু ও কাশ্মীরের উল্লেখ করেছে। কেবলমাত্র পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। কোথাও কোনওভাবে সেনা কমিয়ে নেওয়ার কথা বলা হয়নি। বরং সেনার কথা উল্লেখ করা হয়েছে কংগ্রেসের চাকরি-কর্মসংস্থান বিভাগে। কংগ্রেস ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প বাতিল করার কথা জানানো হয়েছে। এই বিভাগেই হাত শিবির ৩০ লাখ চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
কংগ্রেসের ইস্তেহারে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কোনও বদলের কথা উল্লেখ করা হয়নি। এই ইস্যু নিয়ে ইস্তেহারে কিছু প্রতিশ্রুতি নেই।
AFSPA-তে বদলের কথা ২০১৯ সালের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হলেও ২০২৪ সালের ঘোষণাপত্রে নেই।
সত্যিটা কী?ভাইরাল পোস্টটিতে একটি সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট দেখা গিয়েছে এবং নীচে লেখা ব্রেকিং নিউজ। বোঝাই যাচ্ছে এটি ভুয়ো। এর সঙ্গে ২০২৪ সালে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের কোনও সম্পর্ক নেই। দাবিগুলিও ভুয়ো।
(This story was originally published by The Quint, and Translated And Edited by Ei Samay Digital as part of the Shakti Collective.)