ভোট ওঁদের জীবন বদলাতে পারে না। কারণ, ওঁদের জীবনটা সীমান্তরক্ষী আর কাঁটাতারের ঘেরাটোপে কাটে। ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড- সব নথি থাকলেও ওঁরা যেন আধা ভারতীয়। কারণ, ওঁরা নদিয়া সীমান্তের চরমেঘনা গ্রামের বাসিন্দা। তাই এখানে রাজনৈতিক উত্তেজনাও কোনওদিন ছিল না। আজও নেই। ভোট মানে, এখানে সবাই মিলে অংশগ্রহণ করা একটা উৎসব মাত্র।