• Vote-Char Meghna: চরমেঘনার বাসিন্দাদের দুর্ভোগ বদলায় না! ভোট এখানে শুধুই উৎসব মাত্র
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
  • Char-Meghna assembly Nadia Karimpur loksabha Murshidabad:

    ভোট ওঁদের জীবন বদলাতে পারে না। কারণ, ওঁদের জীবনটা সীমান্তরক্ষী আর কাঁটাতারের ঘেরাটোপে কাটে। ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড- সব নথি থাকলেও ওঁরা যেন আধা ভারতীয়। কারণ, ওঁরা নদিয়া সীমান্তের চরমেঘনা গ্রামের বাসিন্দা। তাই এখানে রাজনৈতিক উত্তেজনাও কোনওদিন ছিল না। আজও নেই। ভোট মানে, এখানে সবাই মিলে অংশগ্রহণ করা একটা উৎসব মাত্র।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)