আইপিএলে বারবার নিয়ম ভাঙছেন ধারাভাষ্যকাররা! তাই এবার কড়া বার্তা দিয়ে চরম ব্যবস্থার হুমকি দিল জয় শাহের বোর্ড, বিসিসিআই। আইপিএল ধারাভাষ্যকারদের বলা হয়েছে ম্যাচের দিন স্টেডিয়াম থেকে ছবি বা ভিডিও পোস্ট করা বন্ধ করতে। কিন্তু, অনেকেই তা শুনছেন না। ভারতের একজন প্রাক্তন ব্যাটসম্যান তথা ধারাভাষ্যকার একটি খেলায় মন্তব্য করার ছবি প্রথমে মুছে দিতে রাজি হননি। আর, তারপরই কড়া অবস্থান নেয় বোর্ড।