Cheteshwar Pujara-CSK: সিএসকের হাল ফেরাতে যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার বাতিল বুড়ো ঘোড়া! এক পোস্টেই জল্পনা তুঙ্গে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
Cheteshwar Pujara in CSK:
চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর হাল ফেরাতে দক্ষিণের এই দলে যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার বাতিল বুড়ো ঘোড়া। চেতেশ্বর পূজারার এক পোস্টের জেরে তৈরি হয়েছে এমনই জল্পনা। সেই চাঞ্চল্য তৈরি করা পোস্টে পূজারা লিখেছেন, ‘সুপারকিংস, এই মরশুমে তোমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’