• দুরন্ত সল্ট, শাহরুখের উপস্থিতিতে নববর্ষের রাতে চতুর্থ জয় নাইটদের...
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীরের তাঁর পাশে দাঁড়ানোর কথা কি জেনে গিয়েছিলেন মিচেল স্টার্ক? প্রথম চার ম্যাচে ব্যর্থতার পর আইপিএলের মঞ্চে নবজন্ম হল অস্ট্রেলিয়ার তারকা পেসারের। একেই বলে প্রত্যাবর্তন। তেড়েফুঁড়ে বল করে তুলে নেন ৩ উইকেট। নববর্ষের রাতে ট্রেন্ড বদলাল। আইপিএলে প্রথমবার লখনউ সুপার জায়ান্টসকে হারাল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের উপস্থিতিতে ইডেনে দুটো ম্যাচেই জয় নাইটদের। মোট চার জয়। চেন্নাইয়ের কাছে হারের পর আবার জয়ের সরণিতে। প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে লখনউ। ২৬ বল বাকি থাকতে ১৫.৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। ৮ উইকেটে জয়। কেকেআরের বিরুদ্ধে অপরাজেয় তকমা নিয়ে নেমেছিলেন কেএল রাহুলরা।‌‌ কলকাতার সমর্থন পাওয়ার জন্য গায়ে চাপিয়েছিলেন সবুজ মেরুন জার্সি। কিন্তু দলের "লাকি চার্ম" যে দল বদলে ফেলেছেন। তাঁর সঙ্গেই বেরিয়ে গিয়েছে লখনউয়ের ভাগ্য। এদিন গৌতম গম্ভীরের নাইটদের কাছে আত্মসমর্পণ লখনউয়ের। ৪২ রানে ২ উইকেট হারানোর পর কেকেআরকে চেপে ধরার সুযোগ পেয়েছিলেন রাহুলের দল। কিন্তু ফিল সল্ট, শ্রেয়স আইয়ার জুটি কলকাতাকে জয়ে পৌঁছে দেয়। ৬৫ বলে ১০০ রানের পার্টনারশিপ। শেষমেষ তৃতীয় উইকেটে ১২০ রান যোগ করে এই জুটি। ৮৯ রানে অপরাজিত ফিল সল্ট। নাইটদের জয়ের পর মাঠ প্রদক্ষিণ করেন শাহরুখ খান। গোটা মাঠ ঘুরে সমর্থকদের অভিবাদন কুড়োন। মাঝেমধ্যেই থমকে দাঁড়িয়ে দু"হাত তুলে দেন " সিগনেচার পোজ।" টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। শুরুতেই মুখ থুবড়ে পড়ে সঞ্জীব গোয়েঙ্কার দল। ৩৯ রানে ২ উইকেট হারায় লখনউ। রান পাননি কুইন্টন ডি কক (১০)। কিছুটা চেষ্টা করেন কেএল রাহুল। ২টি ছয়, ৩টি চারের সাহায্যে ২৭ বলে ৩৯ রান করেন। ইডেনের মন্থর উইকেটে ব্যর্থ লখনউয়ের ব্যাটাররা। ২৭ বলে ২৯ রান করে আউট হন ছন্দে থাকা বাদোনি। যেভাবে শুরু করেছিল লখনউ, দেড়শোর গণ্ডি পেরোনো কঠিন ছিল। শেষদিকে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন নিকোলাস পুরান। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ৩২ বলে ৪৫ রান করেন। চোট সারিয়ে ফিরলেও উইকেট পাননি হরষিত রানা। ৩ উইকেট স্টার্কের। ডে ম্যাচে ইডেনের উইকেটে ১৬১ রান তাড়া করে জেতা মোটেই কঠিন নয়। টার্গেট ধরাছোঁয়ার মধ্যেই ছিল। তবে শুরুতেই জোড়া উইকেট হারায় কেকেআর। দুরন্ত ছন্দে থাকা সুনীল নারিন‌‌ এদিন ব্যর্থ। মাত্র ৬ রানে ফেরেন নাইট অলরাউন্ডার। ২০ রানের ব্যবধানে জোড়া উইকেট হারায় নাইটরা। ৭ রানে ফেরেন অঙ্গকৃষ রঘুবংশী। কিন্তু ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন সল্ট। ইডেনে পার্পল জার্সিতে প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন। মাঝের চার ম্যাচে রান পায়নি। আবার ইডেনে ফিরতেই সফল। ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত। তারমধ্যে ছিল ৩টি ছয়, ১৪টি চার। অন্য প্রান্তে ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত শ্রেয়স‌ আইয়ার। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)