• জমজমাট ময়দানের বার পুজো, ক্লেইটন-ক্রেসপোর চুক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল...
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখ মানেই বার পুজো। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। ফুটবল যতই কর্পোরেট মোড়কে মুড়ে ফেলা হোক না কেন, পুরোনো নিয়ম এবং রীতি মেনেই হয় বার পুজো। রবিবার বাংলার নতুন বছরের প্রথম দিনে ময়দান জমজমাট। সকাল থেকে প্রাক্তন ফুটবলার, কর্তা, সভ্য-সমর্থকদের ভিড়। মোহনবাগানের বার পুজোয় উপস্থিত ছিলেন সচিব দেবাশিস দত্ত, প্রসূন ব্যানার্জি, ফুটবল সচিব স্বপন ব্যানার্জি, শিশির ঘোষ। বর্তমান মোহনবাগান দলের দুই ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, অমনদীপ সিংও ছিল বার পুজোয়। এসেছিলেন বিধায়ক দেবাশিস কুমার এবং কুণাল ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট বাগানের বার পুজো। নতুন বছর ময়দানের তিন প্রধানকেই সুপার সিক্সে দেখতে চান বাগান সচিব।‌ দেবাশিস দত্ত বলেন, "এবার কলকাতার তিন ক্লাব আইএসএলে খেলবে। এটাই বাংলার ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাইব পরের মরশুমে তিনটে ক্লাবই সুপার সিক্সে থাকুক।" গঙ্গাপারের আরেক ক্লাবও নববর্ষের সকালে জমজমাট। শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে বিধ্বস্ত হয়ে আইএসএলের প্লে অফ থেকে বিদায় নিলেও কার্লেস কুয়াদ্রাতকে নিয়ে সমর্থকদের মাতামাতি ছিল দেখার মতো। তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। বার পুজোয় সংকল্প করেন শৌভিক চক্রবর্তী। ছিলেন ক্লেইটন সিলভা, কার্লেস কুয়াদ্রাত এবং দিমাস দেলগাডো। বাংলার নতুন বছর নতুন সংকল্প নিয়ে ফেললেন লাল হলুদের স্প্যানিশ কোচ। পরের মরশুমে আইএসএলের প্লে অফে ওঠার প্রতিশ্রুতি দেন। কুয়াদ্রাত বলেন, "দারুণ উৎসব। খুব ভাল লাগছে। সমর্থকদের শুভ নববর্ষ। আমরা আগামী মরশুমে ওদের খুশি করার চেষ্টা করব। ভারতীয় ফুটবল সঠিক দিকেই এগোচ্ছে। আমরা তিনটে প্রতিযোগিতায় ভাল জায়গায় থাকার চেষ্টা করেছি। নতুন বছরে সাফল্যের জন্য আমরা একসঙ্গে কাজ করব। ফ্যানরা প্রত্যেক ম্যাচে আমাদের পাশে ছিল। আশা করছি তাঁদের বছর ভাল কাটবে।" নতুন বছরে সমর্থকদের শুভেচ্ছা জানান ক্লেইটন। এবছর প্রথম ডার্বি গোল পেয়েছেন। কিন্তু তার থেকে এগিয়ে রাখলেন সুপার কাপ জয়কে। নতুন মরশুমের দল গঠন শুরু হয়ে গিয়েছে। ক্লেইটন সিলভা এবং সল ক্রেসপোর চুক্তি বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল। তাঁদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে, জানান ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত দরকার। এদিন দুই প্রধানের বার পুজোয় উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ময়দানে ভবানীপুর ক্লাব, এয়ারলাইন্স টেন্টেও রমরমিয়ে চলে নববর্ষের উৎসব। 
  • Link to this news (আজকাল)