• জুন থেকে অমরনাথ যাত্রা, রেজিস্ট্রেশন শুরু সোমবার
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে আগস্ট পর্যন্ত। ২৯ জুন শুরু হবে এই যাত্রা এবং শেষ হবে ১৯ আগস্ট। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড রবিবার এই ঘোষণা করেছে।জানানো হয়েছে, সোমবার থেকে শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশনের কাজ। প্রতিবছর, নির্দিষ্ট সময়ে কড়া নিরাপত্তায় এই যাত্রা পর্ব চলে। এই যাত্রা পর্বে প্রতিবছর লক্ষাধিক যাত্রী সম্মিলিত হন। মূল ভিড় বাড়ে জুলাই আগস্ট মাসের শ্রাবণী মেলার সময়। অমরনাথে পৌঁছনোর জন্য ওই সময়টিকেই আদর্শ বলে ধরা হয়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ কর্মীরা জম্মু ও কাশ্মীর পুলিশের মাউন্টেন রেসকিউ দলের অংশ হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করছেন। এতে আরও বেশি কর নিশ্চিত হবে তীর্থযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এই সময় সার বিশ্ব জুড়ে ভক্তদের জন্য সকাল এবং সন্ধেবেলার আরতি সম্প্রচার করবে।
  • Link to this news (আজকাল)