• কোটার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৮ পড়ুয়া
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েববেস্ক: রাজস্থানের কোটায় পড়ুয়াদের হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আহত অন্ততপক্ষে ৮ পড়ুয়া। আহত পড়ুয়াদের মধ্যে ৭ জনের দেহের অনেকটাই পুড়েছে। আবার প্রাণে বাঁচতে হস্টেল থেকে ঝাঁপিয়ে পড়ে পা ভেঙেছে একজনের। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ল্যান্ডমার্ক সিটিতে ওই হস্টেলে ভোর ছটা নাগাদ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হস্টেল। পাঁচতলা হস্টেলে মোট ৭৫টা ঘর। ৬১টা রুমে সেসময় পড়ুয়ারা ঘুমাচ্ছিলেন। ধোঁয়া দেখেই হুড়োহুড়ি পড়ে যায়। আগুন লাগে দোতলায়। প্রাণ বাঁচতে অনেকেই রুম থেকে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে একজনে পা ভেঙে যায়। আগুনের সংস্পর্শে আরও ৭ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, হস্টেলের নীচের তলায় ইলেকট্রিক ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। হস্টেলের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না। ঘটনার তদন্ত জারি রয়েছে।
  • Link to this news (আজকাল)