• দিনভর পালিত হল জাতীয় নববর্ষ উৎসব
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাঙালিকে কাঙালি বানানোর বিরুদ্ধে লড়াই জারি রাখতে নববর্ষে বিশেষ অনুষ্ঠান ভাষা চেতনা সমিতির। রবিবার পয়লা বৈশাখ অ্যাকাডেমির পাশে রাণুচ্ছায়া মঞ্চে দিনভর পালিত হল জাতীয় নববর্ষ উৎসব। পার্ক স্ট্রিটে চারুকলা ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। সকাল থেকেই মঞ্চে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। গান, কবিতা, শ্রুতি নাটক, নাচ ছাড়াও আয়োজন ছিল খাওয়াদাওয়ার। সকালে পান্তা ভাত, শুঁটকি ছাড়া দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, মাছের কালিয়া। ভাষা চেতনা সমিতির প্রধান ইমানুল হক জানান, "বাংলায় হিন্দিভাষা যাতে বেশি প্রাধান্য না পায় তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। বাংলার সংস্কৃতিকে বজায় রেখে চলতে হবে আমাদের।" মঞ্চের আশপাশের এলাকা সাজানো হয়েছিল বিশেষ আল্পনা এঁকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক জাফর ইকবাল। তিনি জানান, "আমি অন্য কাজে কলকাতায় এসেছিলাম। বিকেলের দিকে ভাবলাম একটু রবীন্দ্র সদন থেকে হেঁটে আসি। সেই ঘটনাচক্রেই এখানে আসা। অনুষ্ঠান ছেড়ে আর উঠতে ইচ্ছে করেনি।"
  • Link to this news (আজকাল)