• ধৃত দুই জঙ্গির সূত্র ধরে রাঁচিতে আইএস মডিউলের সন্ধান পেল এনআইএ...
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কাঁথিতে ধৃত দুই জঙ্গির সূত্র ধরেই রাঁচিতে আইএস জঙ্গি মডিউলের সন্ধান পেল এনআইএ। বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় কাঁথি থেকে গ্রেপ্তার হয় দুই জঙ্গি। কলকাতায় চারদিন গা ঢাকা দেওয়ার পর ঝাড়খণ্ডের রাঁচিতে পালিয়ে যায় তারা। সেখানে আইএস-র একটি স্লিপার সেলে গা ঢাকা দেয় এই দুজন। রাঁচিতে সাতদিন থাকার পর ২১ মার্চ কলকাতায় ফেরে দুই জঙ্গি। বেঙ্গালুরু থেকে আইএস জঙ্গি সংগঠনের এক মাথা মোজাম্মেল শেরিফ কলকাতায় এসে ধর্মতলা অঞ্চলে তাদের সঙ্গে দেখা করে। তাদের হাতে টাকা তুলে দেয় ওই জঙ্গি নেতা। ধৃত দুই জঙ্গিকে জেরা করে এই তথ্যই হাতে পেয়েছে এনআইএ। কলকাতায় থাকাকালীন গোয়েন্দারা যাতে তাদের সন্ধান না পান সেজন্য মোবাইলের সফটওয়্যার পাল্টানোর সিদ্ধান্ত নেয় তারা। এই বিষয়টিও খতিয়ে দেখছে গোয়েন্দারা। রাঁচিতে কেন্দ্র করে ঝাড়খণ্ডে মডিউল তৈরি করে জঙ্গি সংগঠনে নিয়োগ, তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই বিষয়টি বিশেষ চিন্তায় রাখছে এনআইএ-কে।  
  • Link to this news (আজকাল)