• তিন উইকেটে প্রত্যাবর্তন, ইডেনের পিচ নিয়ে কী বললেন স্টার্ক?
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মিচেল স্টার্কের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন ছিল কেকেআর শিবির। ২৪.৭৫ কোটির বোলার প্রথম চার ম্যাচে সুবিধা করতে পারেনি। প্রথম দুম্যাচে বিনা উইকেটে একশো রান দেন। তৃতীয় ম্যাচে জোড়া উইকেট পেলেও প্রচুর রান দেন। চেন্নাইয়ে ফের ব্যর্থ। যার ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ারের পারফরম্যান্স আতশ কাঁচের নীচে ফেলা হয়। তবে এদিন ৩ উইকেট তুলে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন স্টার্ক। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। পুরো বোলিং ইউনিটের প্রশংসা করলেন অজি তারকা। স্টার্ক বলেন, "আমরা বোলিং ভাল করেছি। দিনের বেলা ম্যাচ। আগের ম্যাচের তুলনায় অন্যরকম পরিবেশ এবং পরিস্থিতি ছিল। তবে আমরা সবাই খুব ভাল বল করেছি। তাই ওদের ব্যাটাররা সুবিধা করতে পারেনি।" লখনউয়ের ব্যাটিংয়ের সময় পিচ মন্থর দেখায়। উইকেট নিয়ে কী বললেন অজি তারকা? স্টার্ক বলেন, "আমরা ইডেনে দুটো ম্যাচ খেললাম। দুটো ম্যাচে ভিন্ন পিচ ছিল। প্রথম ইনিংসে সূর্যের আলোয় উইকেটে ডবল পেস ছিল। দ্বিতীয় ইনিংসে নৈশালোকের আলোয় ব্যাট করা তুলনামূলকভাবে সহজ হয়ে গিয়েছিল।"গত কয়েকটা ম্যাচে একাধিক ক্যাচ মিস করে কেকেআরের ক্রিকেটাররা। কিন্তু এদিন সার্বিকভাবে অনেক উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। বিশেষ করে রমন‌দীপের দুটো ক্যাচ। সেই প্রসঙ্গে স্টার্ক বলেন, "আমরা কয়েকটা ভাল ক্যাচ নিয়েছি। বিশেষ করে পয়েন্ট এবং বাউন্ডারিতে। এরমধ্যে আমরা ফিল্ডিংয়ে জোর দিয়েছিলাম। তার ফল পেয়েছি। খানিকটা এই জন্যই স্কোরবোর্ডে বেশি রান ওঠেনি।" চলতি আইপিএল থেকে বদলে গিয়েছে বাউন্সারের নিয়ম। এবার ওভার প্রতি দুটো বাউন্সার করা যাবে। এই পরিবর্তনকে স্বাগত জানান অস্ট্রেলীয় তারকা। তিনি বলেন, "বাউন্সারের নিয়ম বিভিন্ন দল বিভিন্ন ভাবে কাজে লাগিয়েছে। তবে সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। তাছাড়া উইকেটের পেস এবং বাউন্সের ওপর। আমার মতে এটা ভাল পরিবর্তন।" ইডেনে পরপর আরও চারটে ম্যাচ খেলতে হবে নাইটদের। একই ছন্দ ধরে রাখতে মরিয়া আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার। 
  • Link to this news (আজকাল)