গরমে ফুটছে কলকাতা, দুই মেদিনীপুর সহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। তাপমাত্রাও কমেছিল কয়েক ডিগ্রি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ফের সেই চাঁদি ফাটা গরম, সঙ্গে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি।কলকাতার আবহাওয়ার পূর্বাভাসআলিপুর আবহাওয়া দফতর বলছে আজ সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মোঘলা থাকতে পারে। তবে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।
এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি একান্তই রোদে বের হতেই হয় তাহলে ছাতা, টুপি এবং রোদচশমা ব্যবহার করতেও বলা হচ্ছে মানুষ। এছাড়া ডিহাইড্রেশন থেকে বাঁচতে বেশি করে জল খাওয়ার কথাও বলা হচ্ছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নজর দিসে দেখা যাবে, আজ সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আহাওয়া দফতর। আগামীকাল মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ওইদিন গরম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসতবে দক্ষিণবঙ্গ মোটের ওপর শুষ্ক থাকলেও, উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে আজ সোমবার দার্জিলিঙে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তববে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ সেক্ষেত্রে এই গরমে যাঁরা ২-১ দিনের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তাঁরপা অল্পবিস্তর বৃষ্টির সম্মুখিন হতে পারেন।