Ram Mandir: রাম নবমীতে VIP দর্শন নয়! প্রসাদে ১,১১,১১১ কেজি লাড্ডু, অযোধ্যায় এলাহি ব্যবস্থা
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
১৭ এপ্রিল রাম নবমী। অযোধ্য়ার মন্দিরে সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিষেখের পর এবার প্রথম রাম নবমীতে পূজিত হবে রামলালা। মনে করা হচ্ছে রাম নবমী উপলক্ষে ৪০ লাখ ভক্ত ভিড় জমাতে পারেন। আর এর জন্য় বিশেষ নির্দেশিকা জারি করেছে রাম মন্দির ট্রাস্ট।নির্দেশিকা অনুযায়ী, ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সব পাস বাতিল করা হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে রামলালার দর্শন ও আরতির পাসও। যার কারণে কয়েক দিনের জন্য ভিআইপি দর্শন বন্ধ থাকবে। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক রামলালার জন্মবার্ষিকী উপলক্ষে মন্দিরে মোবাইল ফোন না আনতে আবেদন করেছে দর্শনার্থীদের কাছে। ফৈজাবাদ জেলা প্রশাসন ও উত্তরপ্রদেশ সরকার এই বৃহৎ অনুষ্ঠানের আগে চূড়ান্ত প্রস্তুতি দিচ্ছে। মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্য়বস্থা। ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল রামলালার দর্শনের সময় বাড়িয়ে ২০ ঘন্টা করা হয়েছে দর্শনার্থীদের জন্য়। রাম নবমী উপলক্ষ্য়ে বিপুল সমাগম হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
ইতিমধ্যে, নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ী মন্দির জোন, কনক ভবন মন্দির জোনে আঁটোসাঁটো নিরাপত্তা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আধিকারিকদের পরামর্শ দেওয়া হয়েছে সতর্ক থাকার জন্য়। অযোধ্যায় রাম নবমী মেলা শুরু হয়েছে ৯ এপ্রিল এবং মেলা শেষ হবে ১৭ এপ্রিল। যাতে সমস্ত বিভাগ যথাযথভাবে দায়িত্ব পালন করে তার জন্য শহর স্বাস্থ্য বিভাগ, অযোধ্যা পৌর কর্পোরেশন এবং শহরের বিদ্যুৎ বিভাগকেও সতর্ক করা হয়েছে।
রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে প্রসাদ হিসাবে পাঠানো হবে ১,১১,১১১ কেজি। দেওরাহ হংস বাবা ট্রাস্টের ট্রাস্টি অতুল কুমার সাক্সেনা জানিয়েছেন, দেওরাহ হংস বাবা পাঠাবেন ১,১১,১১১ কেজি লাড্ডু। ভক্তদের মধ্যে তা বিতরণ করা হবে। গত ২২ জানুয়ারি রামলালার অভিষেকের দিনই ৪০ হাজার কেজি লাড্ডু পাঠানো হয়েছিল দেওরাহ হংস বাবার ট্রাস্টের তরফে। রাম নবমী উপলক্ষ্যে রামলালার কপালে ঠিক দুপুর ১২ টার সময় সূর্যের আলো এসে পড়বে। যা রামলালার কপালে এঁকে দেবে সূর্যতিলক। প্রতি রাম নবমীর দুপুরেই সূর্যের আলোর রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। এই কাজ সম্ভব হবে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণায়। কারণ সূর্য রশ্মিকে রামলালার কপালে বিজ্ঞান সম্মত ভাবে প্রতিফলিত করাতে হবে নির্দিষ্ট সময়েই। চার মিনিটের জন্য রামলালার কপালে স্থায়ী হবে এই তিলক। রামলালা কপালে সূর্যের আলোর প্রতিফলিত হওয়ার এই ঘটনা প্রসার ভারতী লাইভ টেলিকাস্ট করবে। বিশেষ এই দিনের জন্য অযোধ্যায় ১০০ টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হবে।