• Lok Sabha Election 2024: 'ঘুম না হলে এক পেগ খেয়ে নেবেন'! মহিলা কংগ্রেস মন্ত্রীকে পরামর্শ বিজেপি নেতার
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোট একেবারেই দোরগোরায়। হাতে গোনা দিন বাকি। প্রতিবারই ভোট যতই এগিয়ে ততই নেতা-নেত্রীরা জড়ান নানা বিতর্কিত মন্তব্য কুকথার রাজনীতিতে। কখনও কখনও তো সেই সব কথা সীমা লঙ্ঘন করে। আর তা নিয়ে ফের নতুন তরজা। এবারের তার ব্যতিক্রম নয়। এবার কর্নাটকের মহিলা মন্ত্রীর উদ্দেশে 'আপত্তিকর' মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা সঞ্জয় পাতিল। রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী হেব্বলকরকে ভালো করে ঘুমানোর জন্য মদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। যা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। অভিযোগ, এই ধরনের মন্তব্য করে সঞ্জয় শুধুমাত্র মন্ত্রীকেই নয়, অপমান করেছেন সমগ্র নারী সমাজকে। বিজেপির শেষের সময় আসন্ন বলে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস।কী বলেছেন বিজেপি নেতা?

    শনিবার কর্নাটকের বেলগাবী শহরে বিজেপি একটি জনসভার আয়োজন করেছিল। সেখানেই ছিলেন সঞ্জয়। ওই লোকসভা কেন্দ্রের এবার কংগ্রেসের প্রার্থী মন্ত্রী লক্ষ্মীর পুত্র মৃণাল রবীন্দ্র হেব্বলকর। তিনি লড়ছেন বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টরের বিরুদ্ধে। শেট্টরের সমর্থনেই ভাষণের সময় সঞ্জয় কংগ্রেস প্রার্থীর মাকে আক্রমণ করে। এলাকায় বিজেপির প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে সঞ্জয় বলেন, 'কর্নাটকের বিজেপির প্রতি মহিলাদের সমর্থন বাড়ছে। কংগ্রেসের মন্ত্রী হেব্বালকারকে উদ্বিগ্ন করে তুলবে। বেলাগাভিতে বিজেপির প্রতি নারীদের ক্রমবর্ধমান সমর্থন দেখে ভালো করে ঘুমোতে পারবেন না হেব্বালকর। সেখানে রমেশ জারকিহোলিকে প্রচার চালাতে দেখাও কঠিন হবে তাঁর পক্ষে। তাই আমি চাই, আমার এখানকার দিদি (লক্ষ্মী) ভাল করে ঘুমনোর জন্য রাতে ঘুমের ওষুধ খান। অথবা বাড়তি আরও এক পেগ মদ খেয়ে ঘুমাতে যান। ওঁর ঘুম উড়ে গিয়েছে।'

    সঞ্জয় এই মন্তব্যকে কেন্দ্রকে কংগ্রেস পালটা নিশানা করেছে। বিজেপিকে 'নারীবিরোধী দল' বলে উল্লেখ করে বিরোধীরা আক্রমণ শানাচ্ছে একযোগে। এক্স হ্যান্ডেলে কর্নাটক কংগ্রেসের তরফে লেখা হয়েছে, 'যাঁরা মহিলাদের ছোট করে দেখেন তাঁদের শেষের সময় আসন্ন। বিজেপিরও শেষের সময় শুরু হয়েছে। তাই বিজেপির নারীবিরোধী মানসিকতা স্পষ্ট। ওরা কৌরব ও রাবণের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে।' মন্ত্রী হেব্বালকরাও একটি ভিডিয়ো বিবৃতিতে প্রাক্তন বিজেপি বিধায়কের মন্তব্য়ের নিন্দা করেছেন। পালটা প্রশ্ন তুলে তিনি বলেন, 'যে ভাষায় সঞ্জয় পাতিল কথা বলেছেন তাতেই স্পষ্ট বিজেপি মহিলাদের কী চোখে দেখে।' পালটা তিনি তোপ দেগে বলেন, 'পাতিলের এই কথাতেই মহিলাদের প্রতি বিজেপির কতটা শ্রদ্ধা রয়েছে। আসলে এটি বিজেপির লুকানো এজেন্ডা। কেউ যদি রাম জপ করেন তা যথেষ্ট নয়, বেটি পড়াও বললেও অবশ্যই নারীদের সম্মান করতে হবে। এটা কি আমাদের হিন্দু সংস্কৃতি? সঞ্জয় পাতিল যেভাবে হিন্দু সংস্কৃতি সম্পর্কে ভাষণ দেন তা আমাদের জন্য শুধু নয় রাজ্য ও জাতির সব মহিলাদের জন্য তা অসম্মানজনক।'

    উল্লেখ্য়, ১৯ এপ্রিল থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। তবে কর্নাটকে ভোট নেই প্রথম দফায়। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট কর্নাটকে। কর্নাটকের ১৪টি আসনে ওই দিন ভোট হবে। এরপর ৭ মে তৃতীয় দফায় কর্নাটকের ১৪টি আসনে ভোট হবে। দক্ষিণের এই রাজ্যে মোট দুই দফাতে ভোট গ্রহণ হবে।
  • Link to this news (এই সময়)