• Kanhaiya Kumar : জোটেনি বেগুসরাইয়ের টিকিট, দলবদলু কানহাইয়াকে অবশেষে দিল্লি থেকে প্রার্থী করল কংগ্রেস, প্রতিপক্ষ কে?
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • বিহারে গোহারা কানাহাইয়া কুমারকে এবার দিল্লি থেকে টিকিট দিল কংগ্রেস। বিহারে মহাগঠবন্ধনের সমীকরণের জেরে জোটেনি ঘরের ময়দান বেগুসরাইয়ের টিকিট। রবিবার কংগ্রেস দিল্লির তিন আসনের জন্য প্রার্থী ঘোষণা করল। অবশেষে সেই তালিকায় ঠাঁই হল কানহাইয়ার। উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

    প্রতিদ্বন্দ্বী কে?উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে কানহাইয়ার প্রতিপক্ষ বিজেপির দু’বারের সাংসদ মনোজ তিওয়ারি। বিপুল ভোটে দু'বার এই আসন থেকে জয় পেয়েছেন অভিনেতা রাজনীতিবিদ। ফলে এই আসনে কতটা দাপট দেখাতে পারবেন দলবদলু ছাত্রনেতা, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।বেগুসরাই ছেড়ে এবার দিল্লিতেসিপিআই ছেড়ে কংগ্রেসে যোগদানকারী এই দলবদলু ছাত্রনেতাকে নিয়ে ২০১৯ সালের লোকসভা ভোটে বিরাট হইচই পড়ে গিয়েছিল। তাঁর জ্বালাময়ী ভাষণ, ছাত্রনেতার ইমেজ যুব সম্প্রদায়কে রাজনীতিতে উদ্বুদ্ধ করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অচিরেই হারিয়ে যান কানহাইয়া। এরপর শিবির বদল করে কংগ্রেসে যোগদান চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তাঁকে। যদিও হাত শিবিরেও তেমন গুরুত্ব পাননি তিনি।

    কানহাইয়া কুমারকে এ বারের লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চেয়েছিল কংগ্রেস। যদিও বিহারের মহাগঠবন্ধনের শরিহ তেজস্বী যাদব কিছুতেই বেগুসরাইয়ের CPI-এর আসন কানহাইয়ার জন্য ছাড়তে রাজি হননি। ফলস্বরূপ নিজের রাজ্য থেকে ভোটে লড়াই করা হল না কানহাইয়ার। কোন আসন থেকে তাঁকে টিকিট দেওয়া হবে সেই নিয়ে চলছিল টানাপড়েন। অবশেষে দিল্লিতে পাঠানো হল ছাত্রনেতাকে।

    উল্লেখ্য, জন্মসূত্রে বিহারের বাসিন্দা হলেও কানহাইয়া কুমারের রাজনৈতিক উত্থান দিল্লিতেই। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এক সময় এই ছাত্র সংসদ সভাপতি বামপন্থী রাজনীতির পোস্টার বয় হয়ে উঠেছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর পুরনো দল CPI-এর টিকিটে বিহারের বেগুসরাই থেকে ভোটে লড়েছিলেন JNU-এর প্রাক্তন এই ছাত্রনেতা। কিন্তু, BJP-র গিরিরাজ সিংহের কাছে হারতে হয় তাঁকে। বেগুসরাই আসন ছাড়ার ব্যাপারে ২০১৯ সালেও আপত্তি জানিয়েছিল লালু প্রসাদের দল। কানহাইয়ার তৎকালীন দল CPI সে সময়ও তেজস্বীর কাছে বেগুসরাইয়ের দাবি জানিয়ে ব্যর্থ হয়েছিল। সে সময় বেগুসরাইয়ে CPI-এর টিকিটে আলাদা ভাবে লড়েছিলেন কানহাইয়া। এবারেও কংগ্রেস কানহাইয়ার জন্য বেগুসরাই আসনটি চাইলেও তা একতরফা ভাবে CPI-কে ছেড়ে দেওয়া হয়।

    নয়া প্রার্থীতালিকা কংগ্রেসেরদিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতা হয়েছে কংগ্রেসের। উত্তর পূর্ব দিল্লিতে কানহাইয়া কুমার ছাড়াও রবিবার আরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে হাত শিবিরের পক্ষ থেকে। এর মধ্যে রয়েছেন উত্তর পশ্চিম দিল্লি এবং চাঁদনি চক আসনের জন্য যথাক্রমে উদিত রাজ এবং বর্ষীয়ান রাজনীতিবিদ জয়প্রকাশ আগরওয়াল। চাঁদনি চক আসনে থেকে তিন বার জিতে সাংসদ হয়েছিলেন জয়প্রকাশ। উদিত রাজ ২০১৪ সালে উত্তর পশ্চিম দিল্লি থেকে BJP-র টিকিটে জিতেছিলেন। পরে কংগ্রেসে যোগ দেন। দিল্লি ছাড়াও রবিবার পঞ্জাবের ছ'টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। জলন্ধর কেন্দ্র থেকে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংকে টিকিট দেওয়া হয়েছে। ২০২২ সালে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। এ ছাড়াও অমৃতসর থেকে গুরজিৎ সিং, ফতেগড় সাহিব থেকে অমর সিং, ভাটিন্ডা থেকে মহিন্দর সিং সিধু, সঙ্গহুর থেকে সুখপাল সিং খাইরা এবং পাটিয়ালা থেকে ধরমবীর গান্ধীকে প্রার্থী করেছে কংগ্রেস।
  • Link to this news (এই সময়)