• রেল গেট পড়ে যাওয়ায় মুখোমুখি দেব ও হিরণ, সাক্ষাতের পর কী করলেন তাঁরা?
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • তাঁরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু, দুই জনের ফিল্মি কেরিয়ার বিস্তর আলাদা। একজন টলিউডের সুপারস্টার, অপরজনের সিনে দুনিয়ার কেরিয়ার খুব বেশি সুখকর নয়। ঘাটাল লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে মুখোমুখি দেব এবং হিরণ। তৃণমূল এই বারও ভরসা করেছে গত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া দেবের উপরেই। অন্যদিকে, BJP-র ভরসা হিরণ।এবার রেল গেট পড়ে যাওয়ায় ঘাটাল কেন্দ্রের দুই প্রার্থী দেব এবং হিরণ মুখোমুখি হলেন। একে অপরকে দেখে হাত নাড়লেন তাঁরা। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী অভিনেতা দেব বিজেপি প্রার্থী হিরণকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দেন। হিরণ মুচকি হেসে হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন।

    দেব এবং হিরণের প্রচায় কায়দাও আলাদা। হিরণ একাধিকবার আক্রমণ করেছেন দেবকে। অন্যদিকে, বিরোধীপ্রার্থী নিয়ে কোনও বাক্য ব্যয় করেননি দেব। রাজনীতির ময়দানেও তিনি বরাবর মার্জিত। ঘাটাল কেন্দ্রে এই দুই তারকার লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

    রবিবার সারাদিন ডেবরা এলাকাতেই প্রচার কর্মসূচি ছিল তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর। দুপুর পর্যন্ত কেশপুরের আনন্দপুরে কর্মসূচি ছিল বিজেপি প্রার্থী হিরণের। কেশপুর থেকে ডেবরায় ফেরেন হিরণ। আর ডেবরার কর্মসূচি সেরে বালিচক থেকে ফিরছিলেন তৃণমূল প্রার্থী দেব। বালিচকে রেল গেট পড়ে যাওয়ায় দুজনে দু-দিকে আটকে পড়েন। সেখানেই দুই অভিনেতা প্রার্থীর দেখা হয়, সৌজন্য বিনিময় হয়।

    দেব টলিউডের হার্টথ্রব। লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনটি সরকারি কমিটি থেকে তাঁর ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। তাঁর রাজনৈতিক অবসরের বিষয়টি নিয়েও জোর চর্চা শুরু হয়। এরপর অবশ্য তাঁর সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন তিনি।

    Hiran Chatterjee : প্রচারে বেরিয়ে খুন্তি নেড়ে রান্না হিরণের, জমিয়ে সারলেন লাঞ্চ

    এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেবে রাজ্য। এরপরেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল ফের একবার ঘাটাল কেন্দ্রে দেবের উপরেই ভরসা রাখতে চলেছে তৃণমূল। সেই মোতাবেক তাঁর নাম ঘোষ ঘোষণা করা হয় প্রার্থী হিসেবে।

    অন্যদিকে, প্রচারে নেমে একাধিকবার দেবের বিরুদ্ধে সরব হয়েছেন হিরণ। কিন্তু, প্রতিপক্ষ হিরণ প্রসঙ্গে শুনে এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে হেসেই গড়িয়েছিলেন দেব। আর সেই প্রতিক্রিয়া নিয়ে জোর চর্চা হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। সবমিলিয়ে যুযুধান দুই প্রতিপক্ষ ফের একবার মুখোমুখি।
  • Link to this news (এই সময়)