Electoral bonds data: ইলেক্টোরাল বন্ডের টাকায় ‘লালে লাল’ TMC! ২৩ কোটি দেয় সারদাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন সাংসদের সংস্থা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
Electoral bonds data-TMC:
সারদা কেলেঙ্কারিতে (Saradha Scam) অভিযুক্ত হিসেবে একসময় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। তাঁরই পরিবারের সঙ্গে যুক্ত তিনটি সংস্থা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলকে ১৪ ধাপে ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) বাবদ মোট ২৩ কোটি ৩০ লক্ষ টাকা দিয়েছে। ২০২১ সালের জুলাই মাস থেকে এই টাকা দেওয়া শুরু হয়। প্রতি ধাপে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত দিয়েছে ওই তিন সংস্থা।