• পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আইএসআইয়ের প্রাক্তন প্রধান আসিম মুনির
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • ইসলামাবাদ: পাকিস্তানের নয়া সেনাপ্রধান হতে চলেছেন আসিম মুনির। বৃহস্পতিবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা (আইএসআই)-এর প্রাক্তন প্রধান মুনিরের নাম ঘোষণা করে শাহবাজ শরিফ সরকার। বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ‘ঘনিষ্ঠ’ মুনির বর্তমানে সেনার কোয়ার্টার মাস্টার জেনারেল পদে রয়েছেন। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত আইএসআইয়ের ডিজি পদে ছিলেন তিনি। মুনিরের সময়েই আইএসআইয়ের মদতপুষ্ট জঙ্গিরা পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ওই জঙ্গি হামলায় সিআরপিএফের ৪০ জন জওয়ান শহিদ হন। আগামী ২৯ নভেম্বর সেনাপ্রধান হিসেবে অবসর নিতে পারেন বাজওয়া। প্রেসিডেন্টের ছাড়পত্র পেলে সেদিনই সেনাপ্রধানের দায়িত্ব নেবেন মুনির। এদিন পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ম আওরঙ্গজেব টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরবর্তী জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে শাহির শামশেদ মির্জা এবং নয়া সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনিরকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই দু’টি নিয়োগে চূড়ান্ত সিলমোহর দেবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। 
  • Link to this news (বর্তমান)