• খোলা হচ্ছে শরণার্থী শিবির রুশ ক্ষেপণাস্ত্র হানায় বিদ্যুৎহীন ইউক্রেনের একাধিক এলাকা
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • কিয়েভ: প্রবল শীতে জুবুথুবু ইউক্রেন। তাপমাত্রা নেমে গিয়েছে শূন্যের নীচে। তার মধ্যেই অব্যাহত রুশ আক্রমণ। পুতিনের সেনার ক্ষেপণাস্ত্র হানায় ভেঙে পড়েছে ইউক্রেনের বিদ্যুতের পরিকাঠামো। আঁধারে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতের অভাবে ঠান্ডার হাত থেকে বাঁচতে রুম হিটার জ্বালাতে পারছেন না অধিকাংশ ইউক্রেনবাসীই। সমস্যা ঘোরাল করে তুলেছে পানীয় জলের তীব্র সঙ্কট। স্বাভাবিকভাবেই দেশের লক্ষ লক্ষ মানুষ দুর্দশার শিকার হয়েছেন। বুধবারই রাশিয়ার সেনা কিয়েভ সহ ইউক্রেনের একাধিক শহরে হামলা চালায়। ৬৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১০টি ড্রোন আছড়ে পড়ে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র এবং একাধিক জ্বালানি কেন্দ্রের উপর। বাদ যায়নি আবাসনগুলিও। বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক বলেছেন, ‘দেশে বিদ্যুৎ সঙ্কট অব্যাহত রয়েছে।’ বৃহস্পতিবার কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আমাদের ইঞ্জিনিয়াররা আপ্রাণ চেষ্টা করছেন। কিয়েভের অর্ধেক এলাকায় ফের জল সরবরাহ চালু করা সম্ভব হয়েছে।’ জেলেনস্কির দাবি, ‘আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবই। ওরা (রাশিয়া) কিছুতেই আমাদের মনোবল ভেঙে দিতে পারবে না।’ 

    তিনি জানিয়েছেন, সরকারের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বতো চেষ্টা করা হচ্ছে। মানুষকে প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচাতে দেশজুড়ে জরুরি ভিত্তিতে খোলা হচ্ছে শরণার্থী শিবির। সেখানে ঘর গরম রাখার বন্দোবস্তের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, জল, প্রয়োজনীয় ওষুধ এবং যন্ত্রপাতি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে।
  • Link to this news (বর্তমান)