• Salt Lake AMRI Hospital: জটিল অপারেশনে প্রাণরক্ষা ৩ জনের, সাফল্য আমরি-র
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • এই সময়: হৃদ্‌-শল্য চিকিৎসায় বেনজির সাফল্য কলকাতার এক বেসরকারি হাসপাতালের। অভিনব ও জটিল অস্ত্রোপচারে এক সপ্তাহের মধ্যে তিন জন ভিন্নবয়সি মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানান, প্রতিটি অপারেশনই ছিল কঠিন চ্যালেঞ্জ। কিন্তু কার্ডিয়াক সার্জেন সুজয় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষতা, নৈপুণ্য ও টিম-ওয়ার্ক সম্বল করে সে কাজটাই সফল ভাবে হয়েছে সল্টলেক আমরি হাসপাতালে। মহাধমনীর নানা সমস্যার শিকার ওই তিন জন রোগীই আপাতত ভালো আছেন, বিপদ কাটিয়ে সেরে উঠছেন ধীরে ধীরে।আমরি-র প্রেস বিবৃতি অনুযায়ী, প্রথম নজিরটি ছিল অ্যাওর্টিক অ্যানিউরিজ়মের চিকিৎসায়। লিলুয়ার বছর তেতাল্লিশের গৃহবধূর মহাধমনীর একটা অংশ বেলুনের মতো ফুলে গিয়েছিল। যে কোনও সময়ে সেটি ফেটে প্রাণসংশয় হওয়া প্রায় অবধারিত ছিল। প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত সপ্তাহে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখা যায়, মহাধমনীতে অ্যানিউরিজ়মের পাশাপাশি হার্টের অ্যাওর্টিক ভালভেও লিকেজ রয়েছে। দেরি করেনি সুজয়ের নেতৃত্বাধীন টিম। সাত ঘণ্টার অস্ত্রোপচারে সমাধান হয় দু’টি সমস্যারই। দ্রুত সেরে ওঠায় ছ’দিনের মাথায়, গত শুক্রবার ওই মহিলাকে ছুটি দেওয়া হয়েছে।

    দ্বিতীয় নজিরটি দেখা যায় কোলাঘাটের বাসিন্দা বছর আটচল্লিশের এক ডাককর্মীর ক্ষেত্রে। হার্ট অ্যাটাক থেকে সেরে উঠতে না উঠতেই সম্প্রতি কার্ডিয়োজেনিক শকে চলে যান তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এলে তাঁরও বাইপাস সার্জারি করে হৃদ্‌যন্ত্রের বাঁ দিকের নিলয়ে বেলুনের মতো ফুলে ওঠা অংশটি (লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজ়ম) পুনর্গঠন করে সুজয়ের টিম। তাঁকেও ছ’ দিনের মাথায় শুক্রবার ছুটি দেওয়া হয়।

    তৃতীয় নজিরটি দেখা যায় নিউ টাউনের বাসিন্দা, প্রাক্তন বিমানকর্মী ষাটোর্ধ্ব এক প্রবীণের ক্ষেত্রে। হাসপাতালে যখন পৌঁছন, তখন তাঁর পেটে যন্ত্রণা ছিল আর ডান হাত অবশ হয়ে গিয়েছিল। প্রথমে স্ট্রোক মনে হলও পরে বোঝা যায়, মহাধমনীতে তাঁরও বিরল সমস্যা রয়েছে। মহাধমনীটি ভিতর থেকে দু’ভাগ হয়ে গিয়েছিল। তা-ও সারিয়ে তোলা হয় সার্জারিতে।
  • Link to this news (এই সময়)