Indian Student Death: ক্যানাডায় গাড়ির মধ্যে গুলি করে খুন ভারতীয় পড়ুয়াকে
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
এই সময়: এ বার ক্যানাডায় গুলি করে খুন ভারতীয় পড়ুয়াকে! ক্যানাডার সাউথ ভ্যাঙ্কুভারে ২৪ বছরের চিরাগ আন্তিলকে গাড়ির মধ্যে গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ। তদন্ত চালাচ্ছে পুলিশ। চিরাগের দেহ ভারতে ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্য চেয়েছে ছাত্রের পরিবার।পুলিশসূত্রে খবর, ১২ এপ্রিল রাত ১১টা নাগাদ খুনের ঘটনাটি ঘটে। গুলি চলার শব্দ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে চিরাগের অডি গাড়ির ভিতর থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। তদন্ত চলছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চিরাগের বাবা-মা হরিয়ানার সোনিপতে থাকেন। ছেলের দেহ দেশে ফেরাতে এখন ক্রাউড ফান্ডিংয়ে অর্থসংগ্রহ করছেন তাঁরা। চিরাগের দেহ ভারতে ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্যও চেয়েছে তাঁর পরিবার। ২০২২-এর সেপ্টেম্বরে ভ্যাঙ্কুভারে পড়তে গিয়েছিলেন চিরাগ। সদ্য ক্যানাডা ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করে ওয়ার্ক পারমিট পেয়েছিলেন তিনি।
চিরাগের বাবা মহাবীর আন্তিল হরিয়ানা সরকারে সুগার মিল দপ্তর থেকে কিছুদিন আগেই অবসর নিয়েছেন। তাঁর কথায়, 'ছেলেটা ওয়ার্ক পারমিট পাওয়ায় খুব খুশি হয়েছিলাম। ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল।' চিরাগের দাদা রণিত জানান, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ভাইয়ের সঙ্গে কথা হতো তাঁর। ঘটনার দিন সকালেও কথা হয়েছিল। চিরাগের গলা বেশ হাসিখুশিই শোনাচ্ছিল। নিজের অডি নিয়ে কোথাও বেরোনোর কথা ছিল তাঁর। গাড়ির মধ্যেই কেউ গুলি করে মেরে দেয়।
রণিতের কথায়, 'পুলিশই আমাদের খুনের ব্যাপারে জানায়। কিন্তু কী ভাবে এটা হলো, এখনও বুঝতে পারছি না। চিরাগ খুব শান্তশিষ্ট ছেলে ছিল, কারও সঙ্গে ঝগড়া, মারামারি কিছুই হয়নি গত দু'বছরে। এমন একটা ছেলেকে কে মারল, কিছুই বুঝতে পারছি না!' কংগ্রেসের ছাত্রশাখা 'ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া'র প্রধান বরুণ চৌধুরিও এক্স হ্যান্ডেলে চিরাগের মৃত্যুর খবর শেয়ার করে বিদেশ মন্ত্রকের সাহায্য প্রার্থনা করেছেন।
চিরাগের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করার পাশাপাশি দ্রুত ন্যায়বিচারের জন্য বিদেশ মন্ত্রকের সাহায্য চেয়েছেন বরুণ। ইউএস এবং ক্যানাডা বরাবরই ভারতীয় পড়ুয়াদের পছন্দের গন্তব্য। তাৎপর্যপূর্ণ ভাবে গত জানুয়ারি থেকে ইউএসে ১১ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতের রহস্যজনক মৃত্যু হয়েছে। বিদেশের মাটিতে একের পর এক মৃত্যু ভারতীয়দের নিরাপত্তা ঘিরে বাড়াচ্ছে চিন্তা।