Iran Israel War : ধেয়ে আসা ঝাঁক ঝাঁক মিসাইল মুহূর্তে ধ্বংস! কী ভাবে ইরানের হামলা রুখল ইজরায়েল? দেখুন হাড়হিম ভিডিয়ো
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
৩০০-র বেশি মিসাইল, ২০০ ড্রোন নিয়ে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। কিন্তু, সে হামলা প্রতিহত করেছে ইহুদি দেশটি। কিন্তু, কী ভাবে এই ভয়ংকর হামলা রুখে দিল নেতানিয়াহুর দেশ? একটি হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ করে তা দেখাল ইজরায়েলি ডিফেন্স ফোর্স।ইরানের হামলা সম্পর্কে আগেই অবগত ছিল ইজরায়েল। যে কোনও মুহূর্তে খোমেইনির নির্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, তা নিয়ে আগে থেকেই সতর্ক ছিল ইজরায়েল। সে দেশের প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, মোট ৩০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। তবে তার মধ্যে ৯৯ শতাংশই গুলি করে নামানো হয়েছে অথবা আকাশেই ধ্বংস করা হয়েছে। আমেরিকা, জর্ডন এবং ব্রিটেনের সাহায্যে ইজরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই অধিকাংশ মিসাইল এবং ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি নেতানিয়াহুর দেশের।
একটি ভিডিয়ো পোস্ট করে ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে ঘোষণা করা হয়েছে, '৯৯ শতাংশ ইরানি মিসাইল ধ্বংস করেছি আমরা। এই ভিডিয়োতে তার ঝল দেখা যাবে। এগুলি আমাদের অপারেশনের সময়কার ফুটেজ। এরিয়াল ডিফেন্স সিস্টেম ইজরায়েলের আকাশপথকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে।' জানা গিয়েছে, প্রায় ১৭০ ড্রোন, ৩০টি ক্রুজ মিসাইল এবং ১২০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। কিন্তু, ইজরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই সেগুলি প্রতিহত করা হয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সের প্রকাশ করা ভিডিয়ো ফুটেজ দেখে রীতিমতো শিউরে উঠছে গোটা বিশ্ব।
সবচেয়ে অত্যাধুনিক মাল্টিলেয়ার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইজরায়েলের হাতে। যা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার সহযোগিতায় ইজরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি। ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ১৯৮০-এর দশকের শেষের দিকে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টা হিসাবে এটি তৈরি করা হয়েছিল। ১৯৯০ এর দশকে কমপক্ষে সাতটি ফ্লাইট পরীক্ষা করা হয় অ্যারো ওয়ান সিস্টেমের। চলে গবেষণা। এরপর ২০০০ সালে হালকা ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্ত করা হয় অ্যারো-২ নামে আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা। ২০১৫ সালে অ্যারো-৩ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করে ইজরায়েল । গত বছর এটি প্রথম ব্যবহার করা হয়। সেবার এটি সফলভাবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়। আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো ডিফেন্সের সমন্বয়ে ত্রি-স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইজরায়েলে। বহুল পরীক্ষিত আয়রন ডোম সিস্টেম সক্রিয়ভাবে ড্রোন ও স্বল্প পরিসরে শত্রুদের হামলা আটকাতে মোতায়েন করা হয়েছিল। ডেভিডস স্লিং নামে পরিচিত প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে মাঝারি থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায়।