Fact Check: পুরনো সংবিধান বাতিল করে মনুস্মৃতি কার্যকরের কথা বলেছেন মোদী? জানুন সত্যিটা
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
লোকসভা ভোটের আর মাত্র দিন কয়েক বাকি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। যে পোস্টটিতে দাবি করা হয়েছে, পুরনো সংবিধান পরিবর্তন করে দেশে মনুস্মৃতি কার্যকর করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আদৌ কি একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ফ্যাক্ট চেকের মাধ্যমে উঠে এল সত্যিটা।কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে? কী দাবি করা হয়েছে
ভিডিয়োতে দেখা যাচ্ছে মোদী বলছেন, 'সংবিধানের প্রশ্নে বাবা সাহেব আম্বেদকর নিজে এলেও এই সংবিধান বাতিল করতে পারবেন না। একথা লিখে নিন আপনারা। ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি পুরনো সংবিধান বলে দেব। মনুস্মৃতির আধারে নতুন সংবিধান তৈরি হবে। স্বয়ং বাবা সাহেব আম্বেদকর এলেও এই সংবিধান বাতিল করতে পারবেন না।' বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন ভুয়ো দাবিতে ভাইরাল ভিডিয়োর সেই অংশ।
অনুসন্ধান
দেশে পুরনো সংবিধান পরিবর্তন করে মনুস্মৃতি বাস্তবায়নের নামে ভাইরাল হওয়া প্রধানমন্ত্রী মোদির এই ভিডিওটির সত্যতা জানতে গুগলে কিছু কীওয়ার্ডের মাধ্যমে সার্চ করা হয়। দাবির সত্যতা নিশ্চিত করে এমন কোনও বিশ্বাসযোগঅয প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। মোদীর এই বক্তব্য় সংক্রান্ত একটি বক্তব্য খুংজে পাওয়া যায় ১২ এপ্রিল ২০২৪-এ প্রকাশিত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে-তে। এই প্রতিবেদনগুলিতে বলা হয়েছে, রাজস্থানের বারমেরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেছেন, 'বাবা সাহেব আম্বেদকর এলেও তিনি দেশের সংবিধান বাতিল করতে পারবেন না।' প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে কংগ্রেসকে নিশানা করে মোদি বলেছিলেন যে নির্বাচনে বাবা সাহেবকে পরাজিত করার পিছনে কংগ্রেসের হাত ছিল। একবার তিনি পুরনো সংবিধান বাতিল মনুস্মৃতি ফিরিয়ে আনার কথা বলেননি।
অনুসন্ধানে ১২ এপ্রিল এবিপি নিউজের ইউটিউব চ্য়ানেলে আপলোড করা একটি ৩২ মিনিটের দীর্ঘ ভিডিয়ো পাওয়া গিয়েছে। ভিডিয়োটির মোটামুটি ১৯ মিনিট ৩৪ সেকেন্ডের জায়গায় মোদী বলেন, 'বাবা সাহেব এলেও তিনি দেশের সংবিধান বাতিল করতে পারবেন না। সংবিধান সরকারের কাছে গীতা, রামায়ন, বাইবেল, কোরানের সমতুল্য।' এর পরে তিনি কংগ্রেস এবং বিরোধীদের ইশতেহারেরও সমালোচনা করেন। মনুস্মৃতি সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
পুরো ভিডিয়োটি শোনার পর স্পষ্ট প্রধানমন্ত্রী কোথাও মনুস্মৃতির নাম নেননি। এ ছাড়া দেশের সংবিধান পরিবর্তন করে মনুস্মৃতি বাস্তবায়ন করবেন বলেও কোথাও বলা হয়নি। অনুসন্ধানের সময় প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলেও এই ভিডিয়োটি খুঁজে পাওয়া গিয়েছে। এখানে মোদী সংবিধান পরিবর্তন করে মনুস্মৃতি বাস্তবায়নের মতো কোনও বক্তব্য শোনা যায়নি।
সিদ্ধান্ত: এতেই স্পষ্ট প্রধানমন্ত্রী মোদি সংবিধান পরিবর্তন করে দেশে মনুস্মৃতি বাস্তবায়নের কথা বলেননি। অসম্পূর্ণ ভিডিওটি মিথ্যা দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
(This story was originally published by News Checker and Edited And Translated by Ei Samay Digital as part of the Shakti Collective)