অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি। সোমবার সকালে লোকসভার প্রচারে নিজের কেন্দ্রে ওয়েনাডে যাচ্ছিলেন রাহুল গান্ধী। তার আগে তামিলনাড়ুতে তাঁর হেলিকপ্টারে নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালান বলে খবর।
রাহুলের হেলিকপ্টারে তল্লাশিতামিলনাড়ুর নীলগিরিতে কংগ্রেস নেতার হেলিকপ্টার নামার পরই সেটিতে ফ্লাইং স্কোয়াডের পক্ষ থেকে তল্লাশি চালানো হয় বলে খবর। এদিন নিজের সংসদ কেন্দ্রে জনসভা সহ একগুচ্ছ প্রচার কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। আগামী ২৬ এপ্রিল কেরালার ২০টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যেই রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ওয়েনাড। রাহুল গান্ধী দ্বিতীয় দফার লোকসভা ভোটে একজন স্টার প্রার্থী, তা আর বলার অপেক্ষা রাখে না।
ভুক্তভোগী অভিষেকওপ্রসঙ্গত, রবিবারই বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য নির্ধারিত হেলিকপ্টারে তল্লাশি চালায় আয়কর বিভাগ। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদেরও তল্লাশি করা হয়। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। হলদিয়া সফরের একদিন আগে বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাড়া নেওয়া একটি হেলিকপ্টারের ট্রায়াল রান হচ্ছিল। তৃণমূলের দাবি, সেই সময়, আয়কর কর্মকর্তাদের একটি দল অভিযান চালায়। তল্লাশি চালানো হয় তাঁর কপ্টারে। পাশাপাশি, তাঁর নিরাপত্তা কর্মীদের প্রতিটি ব্যাগ খুলে তল্লাশি করা হয়। আয়কর দফতরের কর্মকর্তারা কিছু খুঁজে পাননি বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'NIA আমাদের DG এবং SP-কে অপসারণ করার পরিবর্তে কমিশন এবং BJP আজ আমার হেলিকপ্টার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশি করতে একটি টিম পাঠিয়েছিল। যদিও তল্লাশি চালানোর পরেও কিছু পাননি তাঁরা। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু বাংলার প্রতিরোধের শক্তি কখনই দুর্বল হবে না।’