S Jaishankar: জয়শংকরের এক ফোনেই কামাল! আটক জাহাজে বন্দি ভারতীয়দের নিয়ে কী আশ্বাস ইরানের?
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
ইজরায়েলের উপর ইরানের হামলার পরই এই যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। যুদ্ধে আটকে পড়া ভারতয়দের উদ্ধারে ততৎপর হয় ভারত। তড়িঘড়ি চালু করা হয় হেল্পলাইন নম্বর। এই যুদ্ধের মধ্যেই ভারতের মালবাহী জাহাজ এমএসসি অ্যারিস-এর ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের নিরাপত্তা এবং তাড়াতাড়ি মুক্তি নিশ্চিত করতে ইরানের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে ভারত। সোমবার ইরানের কাছে আটক এমএসসি অ্যারিস জাহাজের ১৭ জন ভারতীয় ক্রুয়ের ব্যাপারে ইরানের সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে এমএসসি অ্যারিসের ক্রু সদস্যদের শীঘ্রই দেখা করতে দেওয়ার কথা বলা হয়। জয়শংকরের ফোনর পর ভারতীয় প্রতিনিদিদের সঙ্গে জহাজের ক্রু সদস্যদের দেখা করতে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।শনিবার হরমুজ প্রণালীর কাছে, ইরানের সামরিক বাহিনী ইজরায়েলি ধনকুবের ব্যবসায়ীর আংশিক মালিকানাধীন একটি কোম্পানীর একটি কার্গো জাহাজ আটক করে। সেই জাহাজেই রয়েছেন ১৭ জন ভারতীয় নাগরিক। তাদের মুক্তির জন্যই ক্রমাগত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।
আসল ইরান এবং ইজরায়েলের মদ্যে চলমান বিশাল উত্তেজনা বা যুদ্ধের মধ্যেই রবিবারই বিদেশমন্ত্রী জয়শংকর দু দেশের সঙ্গেই কথা বলেন। তিনি বলেন, যে ইরানের বিপ্লবী গার্ডদের হাতে বন্দি কনটেইনার জাহাজে ১৭ জন ভারতীয় ক্রু সদস্যের মুক্তির বিষয়ে তাঁর ইরানের প্রতিপক্ষ হোসেন আমির আনদুল্লাহিয়নের সঙ্গে কথা হয়েছে। বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রবিবার সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়নের সঙ্গে কথা বলেছেন এবং এমএসসি অ্যারিসের ১৭ জন ভারতীয় ক্রু সদস্যদের মক্তির বিষয়টি উত্থাপন করেছেন।’ এলাকার বর্তমন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ক্রমবর্ধমান উত্তেজনা এড়ানো, সংযম অনুশীলন এবং কূটনীতিতে ফিরে আসার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি।
জয়শংকরের সঙ্গে আলোচনার পর ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান উল্লেখ করেছেন যে তারা আটক জাহাজের সঙ্গে সম্পর্কিত বিবরণের উপর নজর রাখছেন এবং খুব তাড়াতাড়ি আটক জাহাজের ক্রুদের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদের বৈঠকের ব্যবস্থা করা হবে।
ইরান গাজা যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে ভারতের অব্যাহত ভূমিকা এবং প্রচেষ্টারও আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত তার নাগরিকদের নিরাপত্তা এবং তাদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরান এবং নয়াদিল্লি দুজনেই ইরানের কর্তৃপক্ষের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছে। ১২ দিন আগে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরান ইজরায়েলি ভূখণ্ডে আক্রমণ করে।