উত্তরবঙ্গের জন্য নরেন্দ্র মোদী সিন্দুক খুলে দিয়েছেন। দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে পাশে নিয়ে এবার জয়ের ব্যবধান বাড়ানোর পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তার প্রচারের জন্য সোমবার সকালে শিলিগুড়িতে আসেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার সকালে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১০ বছর আগে দেশের কী অবস্থা ছিল তা আপনার জানেন। দেশের উন্নয়ন থেমে গিয়েছিল। এখন দেশ অনেক এগিয়ে। দেশ বন্দে ভারত চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী ছিলেন। তাহলে কেন করতে পারলেন না? প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের জন্য সিন্দুক খুলে দিয়েছেন। ফের একবার সুযোগ এসেছে। এমন একটি সরকারকে ফের নির্বাচন করুন যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তাঁর কথায়, মোদি সরকার ১০ টাকার দুর্নীতিতেও যুক্ত নেই। রাজু বিস্তাকে ফের সাংসদ বানান। এখানে তিন বছরে সব বদলে দেব। দেশ বদলে যাবে। উত্তরবঙ্গ খেলায় পিছিয়ে থাকবে না বলেও জানান তিনি। রাজু বিস্তকে নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে চেনেন বলে জানান। এটাই শক্তি। আগের রেকর্ড ভেঙে এবারও আরও বেশী ভোটে জেতান।
গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে আয়কর হানা দেয় বলে অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের তিনি জানান, অভিষেকের হেলিকপ্টারে আয়কর দফতরের রেড যা হয়েছে তা সেই দফতর বলবে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। অন্যদিকে বেঙ্গালুরুতে ক্যাফেতে বিষ্ফোরণ কাণ্ডে বাংলা থেকে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। সেই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে ওঠেছে এই বাংলা। কেন তাঁদের আশ্রয়স্থল বাংলা হচ্ছে? বাংলায় দুস্কৃতীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি দুর্নীতি, মন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকা, মহিলাদের ওপর অত্যাচার হয় এখানে।
রাজ্যের শাসক দলের পাশাপাশি ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী। রাহুল গান্ধীর ম্যানিফেস্টো নিয়ে কটাক্ষের জবাব দিলেন বলেন, দক্ষিণের দেশে যুদ্ধ চললেও ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত সরকার কাজ করছে। এদিকে, বিদেশী শক্তি যা চিন্তা করে তা কংগ্রেসে সরকার চিন্তা করে। প্রসঙ্গত, আজ শিলিগুড়িতে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচারে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ মিলনমোড় এলাকায় একটি জনসভা রয়েছে বিজেপি-এর। সেখানে তিনি অংশগ্রহণ করবেন।