Mamata Banerjee: ‘১৭ তারিখ ওদের দাঙ্গা করার দিন’, রামনবমীতে ভয়ঙ্কর আশঙ্কার তুলকালাম ইঙ্গিত মমতার!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
Mamata Banerjee-Ram Navami:
আবারও দাঙ্গার আশঙ্কা মুখ্যমন্ত্রীর। প্রকাশ্য সভামঞ্চ থেকে ফের একবার রামনবমীর (Ram Navami) দিন রাজ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে দলের নির্বাতনী সভা থেকে ফের একবার রাজ্য়ে রামবনকীকে কেন্দ্র করে অসান্তির আশ্হাক করে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলনেত্রী।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)