• Sayani Ghosh: ভোটে হারলেই সায়নী BJP-তে? সৃজনের দাবির পাল্টা চাঞ্চল্যকর উত্তর যাদবপুরের TMC প্রার্থীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
  • Lok Sabha Election 2024:

    জমে উঠেছে যাদবপুরের লড়াই। বলা ভালো সৃজন বনাম সায়নী বাগযুদ্ধ শহর কলকাতা ঘেঁষা এই লোকসভা কেন্দ্রে বাড়তি মাত্রা যোগ করেছে। সম্প্রতি যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharyya) দাবি করেছিলেন, সায়নী ঘোষও যে কোনও দিন BJP-তে চলে যেতে পারেন। এবার যাদবপুরের CPIM প্রার্থী সৃজনকে পাল্টা জবাব তৃণমূলের সায়নী ঘোষেরও (Sayani Ghosh)।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)