Locket Chatterjee: লকেটের মুখে মমতার প্রশংসা! তৃণমূলনেত্রীকে ঠিক কী কারণে ‘এত পছন্দ’ লকেটের?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
Locket Chatterjee: প্রশংসা নাকি বিদ্রূপ? শব্দের জাগলিংয়ে বোঝা গেল না! চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে তাঁর মন্তব্য এখন জোর চর্চায়। বিশেষ কিছু কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ খানিকটা এগিয়ে রাখলেন হুগলির BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেটের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আপনার কাছে তৃণমূলের মধ্যে ফেভারিট কোন নেতা? উত্তরে লকেট যা বললেন তা নিয়ে চর্চা জারি।