• Loksabha Election 2024: এবারও প্রবীণদের জন্য বাড়ি থেকেই ভোটদানের ব্যবস্থা, সুযোগ পাচ্ছেন বাংলারও অনেকেই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
  • Old aged voter and home booth:

    প্রবীণদের জন্য আগেই বাড়িতে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বাড়িতেই অস্থায়ী বুথ তৈরি করে, সেখানে করা হয়েছে ভোটদানের ব্যবস্থা। এবারের লোকসভা নির্বাচনেও সেই ছবিটা দেখা যাবে। বাড়ি থেকে ৮৫ ঊর্ধ্ব অনেক প্রবীণই ভোট দেবেন। যাঁরা বা যাঁদের পরিবারের সদস্যরা বাড়ি থেকে ভোটদানের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, তাঁরা এই সুবিধা পাচ্ছেন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। তার প্রায় সপ্তাহখানেক আগে থেকে এই বিশেষ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবীণরা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)