Kieron Pollard-Hardik Pandya: হতাশ, ক্ষুব্ধ, গা চড়চড় করছে! ধোনির হাতে ছক্কার হ্যাটট্রিক হজম করা হার্দিককে মুখ খুললেন পোলার্ড
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ এপ্রিল ২০২৪
Hardik Pandya’s dismal performance against Chennai Super Kings:
চারিদিকে সমালোচনার ঝড়। সমর্থকরা তো বটেই বিশেষজ্ঞরাও চড়া আক্রমণে ধুইয়ে দিচ্ছেন। তবে হার্দিক পান্ডিয়ার পাশেই দাঁড়ালেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং কোচ কায়রণ পোলার্ড। বলে দিলেন, ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক। খুব শীঘ্রই সমর্থকরা প্রশংসায় ভাসিয়ে দেবেন তারকাকে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)