• আজ লিগ শিল্ডের হাতছানি, ভরসা হাবাসের মস্তিষ্ক
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরও একটি নজিরের হাতছানি মোহনবাগানের সামনে। আজ মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে শতাব্দী প্রাচীন ক্লাব । ঘরের মাঠে প্রায় ৫০ হাজার সমর্থকদের সামনে নামবেন জনি কাউকো, জেসন কামিন্সরা। এটাই বাগানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তবে জয় ছাড়া কোনও বিকল্প নেই। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট বাগানের। সমসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। অর্থাৎ ড্র করলেই পরপর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে আইল্যান্ডাররা। অন্যদিকে ম্যাচ অমীমাংসিত শেষ হলে দ্বিতীয় স্থানে শেষ করে সরাসরি সেমিফাইনালে খেলবে সবুজ মেরুন। হারলে প্লে অফ খেলতে হবে। অর্থাৎ আজকের ম্যাচকে "ভার্চুয়াল ফাইনাল" বলা যেতেই পারে। বাগান সমর্থকদের জন্য স্বস্তি, দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়েছেন আন্তোনিও হাবাস। দু"দিন ধরে মাঠে আসছেন তিনি। তবে আজ ডাগআউটে থাকবেন কিনা, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে তাঁর ডেপুটি ম্যানুয়াল পেরেজ বলেন, "হাবাস ডাগআউটে থাকুন বা না থাকুক, তাঁর মস্তিষ্ক সবসময় আমাদের সঙ্গে থাকে। গত কয়েকটা ম্যাচেও ওনার পরামর্শ অনুযায়ী আমরা চলেছি। ওনার স্ট্র্যাটেজিতেই খেলা হবে। ঘরের মাঠে আমাদেরই ফেভারিট ধরা যেতে পারে। প্রায় ৬০ হাজার দর্শক আমাদের সাপোর্ট করবে। এটা অবশ্যই বড় অ্যাডভান্টেজ।" ম্যানুয়াল যাই বলুক না কেন, আজ প্রত্যেক সবুজ মেরুন সমর্থক বেঞ্চে হাবাসকে চাইবেন। মুম্বইয়ের মতো অন্যতম সেরা দলের বিরুদ্ধে বর্ষীয়ান কোচের মস্তিষ্ক পার্থক্য গড়ে দিতে পারে। আগের বছর আইএসএল জিতলেও লিগ শিল্ড অধরা ছিল। তাই আজ জিততে মরিয়া বাগান। শুরুটা দারুণ করলেও মাঝে হারের হ্যাটট্রিকের সম্মুখীন হতে হয়। হাবাসের কোচিংয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে বাগান। চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচে হেরেছে। অবশ্য সেদিন বেঞ্চে ছিলেন না হাবাস। অসুস্থতা কাটিয়ে দলের অনুশীলনে যোগ দেওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে ফুটবলারদেরও। জনি কাউকো স্পষ্ট জানিয়ে দেন, আজ হাবাসের জন্যই জিততে চান তাঁরা। বাগান কি পারবে লিগ শিল্ড জিতে আরও একটি দৃষ্টান্ত গড়তে? 
  • Link to this news (আজকাল)